ওহে কবি,জোছনার আলোয়
দার্জিলিং শাল,কফি,আর বিড়ির ধোয়ায়
কলমের খোচে কোন সুন্দরের কাব্য লিখ।
নগরে বের হয়ে দেখ এই চাঁদের আলোয়
বহু লোক উত্তাপ খোজে,
যে জল খেয়ে তুমি কবির ভাব ধরো,
এ জল সিদ্ধ কি নিষিদ্ধ সে কথা পড়ে হবে,
নিয়ে যাও গফুর আলীর কাছে,ষ্টেশনের পাশে
খেয়ে একটু ওম হোক ওর,লোকটা নাহয় মরে যাব।
আর আমিও কবিতা মারতে মারতে নুপুংসক হয়ে যাচ্ছি,
পারলে আমায়ও উদ্ধার করো,
আমায় পুরুষ করো।
নারীতে জীবনের জন্ম দেয়া পুরুষের সংজ্ঞা
ফেলে দিয়ে আসো।
এসো মানুষ হই।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১