চুপ করে থাকো, কথা বলো নাকো,
শব্দ শুনলে গেরেফতার,
চোখ,বুজে থাকো,কিছু দেখ নাকো,
দৃষ্টিতে শুধু অন্ধকার।
কান পেতে থাকো, কিছু শুনো নাকো,
মগজেরে তুমি এটে বেধে রাখো।
হৃদয়েরে তুমি চড় মেড়ে বলো,
স্পন্দন যেন সে করে নাকো।
লিখতে বসলে বেশী লিখ নাকো,
দু চার পাতা যাই লিখে থাক,
ছিড়ে ফেলে দাও ময়লার জারে,
কে জানি কখন কে দেখে ফেলে,
৫৭ ধারা দিয়ে দিতে পারে,
পাবে না, পাবে না, একটুকু ছাড়।
কে মরে গেছে, কে মেরে গেছে,
কে ফেলে গেছে লাশ,
এসব নিয়ে তুমি ভেব নাকো,
ঘরে বসে থাকো বের হয়ো নাকো,
বেড়োলেই গিয়ে দাড়াতে হবে,বিচারের এজলাশ।
কে খেয়ে আছে, কে বসে আছে,
কে চেয়ে আছে অন্নের দ্বার,
তুমি খেয়ে আছ,তুমি বেচে আছ,
এই গরবেই চুপ করে থাকো,
তানাহলে নেই, কোন নিস্তার।
ভুলেও যদি দেখ তুমি চেয়ে,
দাঁড়িয়ে গেছে পুরুষাংগ,
সোজা হয়ে যায় মেরুদন্ড,
তবে জেনে রেখ
আজ এসে গেছ তুমি,
সময়ের শেষ পার।
এর চেয়ে তুমি এক কাজ কর,
নিজে ভেঙে ফেল নিজ মেরুদন্ড,
নুপুংশক কাটিয়ে দাও বাকীটা জীবন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩