আমার প্রেমের বাষ্পগুলো উড়ে বেড়াচ্ছে,
ছায়াহীন ,
নিপাট অন্ধকার বিহীন,কালো আকাশে।
তারা ছুয়ে বেড়াচ্ছে রঙিন সুতোর মেঘ,
পারাপারবিহীন অপার আকাশ।
খোলা আকাশে বিমূর্ত ছায়া,
প্রশ্নহীন লগ্নে,উত্তরহীন নীরবতা।
কালো কার্পেটে মোরা আমার রাত্রির
পাশে দাঁড়িয়ে সুদর্শন অট্টালিকা
সোডিয়ামের আলোয় নিপাট ভদ্রলোক বেশ
বারান্দায় ওড়ে নিকোটিনে ধোয়া।
অন্তরলীন হৃদয়ে, চুপ করে বসে থাকে বিষন্নতাগুলো
মিলিয়ে যায় দখিনা হাওয়ায়
গন্তব্যহীন গন্তব্যে।
আজো শব্দগুলো মিথ্যে প্রহসনের মত বাজে
আমার মিলিয়ে যাওয়া স্মৃতি,আমার ব্যাস্ততাময় কাজে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪