দুঃস্বপ্নেরা জেগে ওঠে রাত্রের কালোতে
বেহুলা বাজায় বীন মোহীনী সুরে,
তারাদের মিছিলে হেটে যায় প্রিয়তমা
সেদিন সে প্রহরে আমিও ছিলেম
অযোগ্য ফুলের নিবাসে নিয়তির তরে
প্রেমহীন, লীন হওয়া আবছা আলোতে।
আজ সে শুভ্র ললনা তার গোলাপ ওষ্ঠ
কুড়ে খায় প্রেমিকের কাঙ্গাল হৃদয়
কটি দেশে আটকে গেছে সাতটা জনম
গোটা পৃথিবীটা তার আঙ্গুলের ভাঁজে।
তবুও মানুষ সে তো, ঈশ্বরী নয়
তাই হলো যাহা নিয়ে ছিল মোর ভয়
শরীরের উষ্ণতা ,শরীরের ক্ষয়
জবা ফুলে ঝরে গেল,ফুলের নিলয়।
এক ফোটা ,শুধু একফোটা তার বেশী নয়
এক ফোটা লালে কেন এত গল্প
কেন একফোটা লাল তাকে সংকোচে ফেলে
ভালোবাসা কি তবে শুধু এক ফোটা লালে?
প্রেমিক হাসে,
একফোটা লালে প্রেম নেই। ভালোবাসা সে তো বহুদুর।