১.ভেন্যু ও তারিখ কেন পরিবর্তন করা হলো?
২.খেলার আগের দিন রাতে সাকিব কেন রাত সাড়ে ১০টার পরেও বাইরে ছিলেন? সে হোটেলে ঢুকছে রাত ১১টা ২২ মিনিটে। যা আইসিসির নিয়ম বিরোধী। যে কাজটি আল আমিন করায় তাকে শাস্তি দেয়া হলো। তাহলে কেন সাকিব শাস্তি পেলো না? সাকিব কী করছিলেন এতো রাতে? এতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দিনের মধ্য রাত পর্যন্ত কোন খেলোয়াড় কিভাবে বাইরে থাকে? খেলার পূর্বে যথেষ্ট ঘুমেরওতো প্রয়োজন ছিল।
৩. বিসিবি কর্তৃক আজীবন নিষিদ্ধ লুৎফর রহমান বাদল কিভাবে, কেন আইসিসির প্রটৌকলে খেলার সময় মাঠে ছিলেন? আইসিসি
৪। এই মূহূর্তে যদি বাংলাদেশ মামলা করে ক্রিকেট কাউন্সিল এর নামে এবং এই আম্পায়ারদেরকে নিয়ে আর মামলার কারণ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আইসিসির নিয়ম অনুযায়ি সেমি ফাইনাল খেলতে সমস্যা হয়ে যাবে ভারতের। নিয়ম অনুযায়ি এর সমাধান ছাড়া সেমি ফাইনাল খেলতেই পারবে না ভারত। কিন্তু লোটাস কামাল কি সেইটা করতে দিবে? তিনি যেই বোর্ড মিটিং এ তুলবেন সেইটা হবে আগামী এপ্রিল মাসের শেষের দিকে। তখন সব শেষ। এই মূহূর্তে বাংলাদেশের কাজ হলো ২৪ ঘন্টার মধ্যে মামলা করে এর সমাধান চাওয়া। তাহলে সামনের সেমিফাইনাল খেলা চালাইতে আইসিসি অনেক বাধ্য বাধকতার মধ্যে পড়বে। এই মুহূর্তে এই মামলা করতে কোন বাধাও নাই। কিন্তু এখনোও কেন মামলা করা হচ্ছে না?
এই প্রশ্ন গুলর উত্তর চাই।কারো জানা থাকলে জানাবেন।
আমার মনে হয় এখনো সময় আছে প্রতিবাদ করার। না হলে সব যাবে।
View this link
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩