এখানে ছিল রূপকথার ঢল, মায়ের আচল
কখনো শিয়াল পণ্ডিতের ছল,
কখনোবা দৈত্যের বল।
পাখিরা করতো খেলা,
ছিল পঙ্খীরাজের ঘোড়া
থাকতো রাজকুমার,
আর পাখা মেলে পরীদের উড়া।
চাঁদের বুড়ি কাটতো সুতা,
চলতো ব্যাঙ্গমাব্যাঙ্গমীর কথা।
আজকে আমি হয়েছি বড়, ব্যস্ত ভীষণ
খবর রাখিনা বেশ,
এখনো কি ঘুড়ি উড়ে
হাতে হাতে নাটাই ঘুড়ে
চাঁদের বুড়ির সুতা কাটা কি শেষ?
এখনো কি রাক্ষসটা তার প্রান,
রাখে ভোমরায়?
গল্প শোনার আবেগ গুলো
মিলিয়ে গেছে হাওয়ায়।
সাত ভাইচম্পার কথা ভুলেছি অনেক আগে,
আজকে আমি অনেক ব্যস্ত
সুয়োরানীর কথাও আসেনা খুব মনে।
আজও কিন্তু চাঁদ উঠেছে,
হয়তো উঠানে কেউ পাটি পেতেছে,
এখনো হয়তো গল্প বলে, গল্প শুনে
শুধু মানুষটা বদলে গেছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ রাত ৮:০২