সুনশান নিরবতার মাঝে শনশন বাতাসের ঝাপটায় ১৫০০ ফুট উঁচু পাড়াড়ের চূড়ায় দাড়িয়ে যখন আপনি সবুজ প্রকৃতির সতেজ অক্সিজেন গ্রহণ করছেন কিংবা অসীম আকাশের নীল-সাদার সম্মিলনের অর্পূব দ্যুতি পলকহীন নয়নে দেখছেন কিংবা চারপাশে সবুঝ প্রকৃতির মাঝে আকাঁ-বাঁকা, উচুঁ-নিচু ঢেউ খেলানো পাহাড়ের সৌন্দেয্যে যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি একমুহুর্তে ভুলে যাচ্ছেন। চোখ বন্ধ করে একটি বার অনুভব করুন তো এমন পরিবেশ এখন আপনি আছেন। নিজের কাছে তখন কেমন অনুভুতি হবে। নিশ্চয়ই অভিভুত হয়ে এই কথাটিই বলবেন – “এককথায় অসাধারণ, অসাধারণ” !
ঠিক ধরেছেন। এমন ঘোরলাগা চমৎকার অভিজ্ঞতার জন্য আপনাকে আসতে হবে এই জাদী মন্দিরে। বান্দরবানে আসার পর বেশির ভাগ মানুষ এই জায়গায় তেমন আসে না হতে পারে সঠিক অবস্থান চিনতে না পারার জন্যে বা দুরত্বের কারনে । অন্যসবার মতো আমিও অনেকবার বান্দরবন বেড়াতে গেলেও এই জায়গা সর্ম্পকে জানতাম না। যখন জানলাম ঘুরে আসার পর অভিভুত না হওয়ার উপায় ছিলো না।
দেড় হাজার ফুট উঁচু পাহাড়, তার চূড়ায় বাংলাদেশের সর্ববৃহৎ মন্দির, যাকে বান্দরবানের রাম জাদী বৌদ্ধমন্দির বলা হয়। জাদীটি পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয়। এই জাদী মন্দিরে ছোট-বড় সব মিলিয়ে ১০০টি বুদ্ধমূর্তি রয়েছে । এটি নির্মাণে সময় লেগেছে ১১ বছর।
২০০৫ সালে জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলা সড়কের হুদা বাবুর ঘোনা এলাকায় পাহাড়ের চূড়ায় ১৭৫ ফুট উচ্চতার রাম জাদির নির্মাণ কাজ শুরু হয়েছিল। ২০১২ সালে জাদিতে স্থাপন করা হয় বুদ্ধমূর্তি ও ধাতু। মিয়ানমারের দক্ষ নির্মাণ প্রকৌশলীরা জাদীটি নির্মাণ করেন। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় দেড় হাজার ফুট উঁচুতে গড়ে তোলা রাম জাদীটি অনেকের কাছে রামা জাদী নামে পরিচিত।
জাদীকে আকর্ষণীয় করতে স্বর্ণাভাব রং দেওয়া হয়েছে। এটির অভ্যন্তরে রয়েছে ছোট-বড় পিতলের ১০টি বুদ্ধমূর্তি এবং জাদির ওপরের অংশে রয়েছে আরও ৯০টি বুদ্ধমূর্তি। দেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা উপঞ ঞা জোত মাহাথেরো রামা জাদিটি নির্মাণ করেছেন। মিয়ানমার, চীন, থাইল্যান্ডের বৌদ্ধমন্দিরগুলোর আদলেই রামা জাদী নির্মাণ করা হয়েছে।
জাদীর কাছেই রয়েছে বিহার। এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ বৌদ্ধ জাদী । জাদীর উচ্চতা প্রায় ১৭৫ ফুট। দক্ষ স্থাপত্য প্রকৌশলীর হাত দিয়ে অনন্য নির্মাণশৈলীর এ স্থাপনা তৈরিতে ১১ বছরেরও বেশি সময় লেগেছে। রোয়াংছড়ি উপজেলার তারাছা মৌজায় বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত রামা জাদি বৌদ্ধ মন্দির।
অবস্থানঃ
এটি বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ৪র্থ কিঃমিঃ এলাকায় পাহাড়ের উপর অবস্থিত ।
তথসূত্রঃ সহায়তা ইন্টারনেট
সর্বশেষ দু’টি ছবি নেট থেকে নেওয়া বাকি সব নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৫