দাড়া = পারাপার
বিরজার কূলে বসে আছি না জানি সাঁতার।
গহীন ও গভীর সে জল, তিনটি ধারা বচ্ছে তার ॥
ঈড়া, পিঙ্গলা, সুষুন্মা ধরি, কু-সময় না দিও পাড়ি
শ্রীগুরু কান্ডারী বিনে, তালা খোলা বিষম ভার ॥
দরজাতে আছে খাড়া, রূপ সনাতন চৌকিদার
আরও আছে চার কারিগর, সঙ্গে বঘুনাথ কামার ॥
সেই নদীতে চান করিলে, জন্ম মৃত্যু হয় না আর
লালন বলে কাতর হালে, থাকা চায় হুশিয়ার ॥
শব্দার্থ: বিরজা - বৈকুন্ঠধামের নদী বিশেষ, এখানে স্ত্রী যোনি। কূলে - তীরে। গহীন - গভীর, অথই। গম্ভীর - ভারীধ্বনি। তিনটি ধারা - তারণ্য, কারণ্য, লাবণ্য। ঈড়া, পিঙ্গলা, সুষুন্মা - ত্রিবেনী। কু-সময় - সঙ্গম নিষিধ্য কাল। দিওপাড়ি - বৈধমৌথুন কাল। কান্ডারী - মাঝি। তালাখোলা - সঙ্গমের সঠিক সময়। আছে খাড়া - পাহারাদার। রূপ-সনাতন - চৈতন্য প্রভুর শিষ্য। চৌকিদার - প্রহরী। চার কারিগর - মন, বুদ্ধি, বিবেক ও অহং। রঘুনাথ - শ্রীরাম চন্দ্র। হুশিয়ার - সাবধান। কাতর - কাহিল।
ভাবার্থ: এই পদটি “পারাপার” দাড়ার অন্তর্গত। ভব মায়ার ঘূর্ণিপাক ও যৌননাঙ্গ সরোবর পার হওয়া সাধকের পক্ষে কঠিন সমস্যা। শিষ্য বর্গের ধারণা, দয়াল গুরুই পারেন এই উভয়বিধ পারাপার সমস্যা হতে শিষ্যকে পারপারে পার করে নিতে বা মুক্তি দিতে।
এখানে বলা হচ্ছে যে, আমি সন্তরণ ক্রিয়াই পারদর্শি নয়। সাধন সঙ্গিনীর গহীন ও গভীর খর¯্রােতা তিনটি ধারাযুক্ত ঝঞ্ঝা সংকূল অথই নদীটি আমি কি করে পার হব? রসোসিক্ত ত্রি-নাড়ীর সূত্র ধরে অ-যোগে ও অ-সময়ে যৌনি নদী পাড়ি দেওয়া কোন ক্রমেই সম্ভব নয়। শ্রীগুরুর সহায়তা ব্যতিত রতœ ভান্ডারের তালা খোলা জীবের পক্ষে কখনও সম্ভব হতে পারে না। ঐ রতœভান্ডারের চৌকিদার হয়ে চৈতন্য শিষ্য রূপ সনাতন, রঘুনাথ কামারকে সঙ্গে নিয়ে পাহারা দিচ্ছেন। এবং মন, বুদ্ধি, বিবেক ও অহং এই চার কারিগরকে সঙ্গে নিয়ে পাহারাই রত আছেন। স্মর্তব্য যে, আবহায়াত (যৌনি গহ্বর) নদীতে নেমে যে গুরুর করণকার্য ও ধারামতে চান করতে পারে, সে জনই জন্মদান রোধ করে অহেতুক মৃত্যুর হাত হতে বাঁচতে পারে। এবং সাধনে সিদ্ধিপ্রাপ্ত হতে পারে।
এক্ষণে ভক্তিপদ সার জেনে লালন ফকির কাতর হালে বলছেন যে, ঐ নদীতে নামার পূর্বে গুরুকে স্মরণ করে সর্ববিধ ভক্তি আরোপ করে সতর্ক থাকতে হবে, তা না হলে ভেসে উঠার চেয়ে ডুবে মরার আশংকাই অধিক।
(নিয়ামত মাষ্টারের ১১০৯ টি লালনগীতির ভাবার্থ থেকে সংকলিত)
বিঃদ্রঃ প্রতি সপ্তাহের মঙ্গল অথবা বুধবারে লেখাগুলো পডুন এবং দোষ-ত্রুটিগুলি সমালোচনা করুন লেখাগুলোর উন্নয়ন কল্পে।
আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।