ইজ্রায়েলের ইন্টেলিজেন্স মোসাদ যেমন বেশ পাল্টে বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম,গোষ্ঠীতে তাদের মতো করে সেজে থেকে বিভিন্ন অপারেশন কমপ্লিট করে তেমনি ভয়ংকরভাবে শিবিরও বেশ পাল্টে তাদের অপারেশন কমপ্লিট করেছে।
শিবির যেহেতু জয় বাংলা বলে ছাত্রলীগে ঢুকে ছাত্রলীগ সেজে হেলমেট পরে আকাম-কুকাম করছে সেহেতু এদের দ্বারা রূপ বদলানো সম্ভব এটা প্রমাণিত।
এরাই হয়তো জয় শ্রীরাম বলে হিন্দু সেজে আকাম-কুকাম করে হিন্দুদের বিপদে ফেলবে।
এরাই হয়তো পাহাড়ি সেজে আকাম-কুকাম করে পাহাড়িদের বিপদে ফেলবে।
বহুরূপী শিবিরের দ্বারা সব আকাম-কুকাম সম্ভব হয় কারণ এদের বেশিরভাগ বাবা মা ছাড়া এতিমখানায় মানুষের দানের খাবার খেয়ে বড় হয়। তাই এরা নৈতিক শিক্ষা পায় না।
মাদ্রাসার হুজুরদের কাছে ছোটবেলা থেকেই বিভিন্ন রকম নির্যাতন সহ্য করে বড় হবার কারণে এরা অনেকটা নৃশংস এবং বর্বর হয়।
বিশেষ করে এরা মায়ের কোলে বড় হয়নাই দেখে এরা নারীর সম্মান জানেনা। এদের হাতে নারীরা বেশি লাঞ্চিত হয়।
এরা সুযোগের অভাবে চরিত্রবান। সুযোগ পাইলেই আসল রূপ বের করে।
তাই শিবির হইতে সাবধান।
#শিবির #শিবিরলীগ #ষড়যন্ত্র #রাজনীতি #পূর্বপাকিস্তান #বাংলাদেশ