আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠান বলিয়া কিছু আছে। তাহাদের অনেক টাকা। তাহাদের টাকায় চুলকায়। তাহারা টাকা খরচ করিবার জায়গা পায় না। তাই তাহারা হুদাকামে পত্রিকায় "ক্যারিয়ার অপারচুনুয়েটি" নামে বিজ্ঞাপন দেয়। পত্রিকায় বিজ্ঞাপন দিতে বেশ ভালো পরিমানেই টাকা খরচ হয়। তাহারা এই বিজ্ঞাপন দেয়, কারণ তাহাদের টাকায় চুলকায়।
আমাদের বেকার জনতা বলিয়া বেড়ায়, বড় বড় প্রতিষ্ঠানে নাকি চাকুরি পাওয়া দায়। মামা-চাচা-খালু না থাকিলে নাকি চাকুরি পাওয়া যায় না। এদিকে ঐ প্রতিষ্ঠান গুলি বিজ্ঞাপন দিয়া বেড়ায়। কারণ কি? কারণ তাহাদের টাকায় চুলকায়।
বড় বড় প্রতিষ্ঠান গুলিকে আমাদের বেকার জনতা খুব সম্ভবত এমন দাতব্য প্রতিষ্ঠান মনে করেন, যেখানে একজন টাকাওয়ালা মালিক তাহার পরিচিত জনদের বসাইয়া বসাইয়া বেতন নামক একটা ভাওতাবাজির মাধ্যমে টাকা প্রদান করিয়া থাকেন। কেন তাহারা এই ভাবে টাকা দিয়া থাকেন? কারণ তাহাদের টাকায় চুলকায়।
অপর দিকে বড় বড় প্রতিষ্ঠানের মালিকের আত্মীয়স্বজনরা দাবী করেন যে তাহাদের এত জানা-পরিচিত লোকর নিজের ব্যবসা থাকা সত্বেও তাহাদেরকে চাকুরি দিতেছে না! কেন দিতেছে না! নাহ, এই ক্ষেত্রে খুব সম্ভবত তাহাদের টাকায় চুলকায় না
বেশীর ভাগ বেকারেরাই ধারণা করিয়া থাকেন যে বড় বড় প্রতিষ্ঠানের মালিকেরা ব-ল-দ; কারণ তাহাদের প্রতিষ্ঠানে বসিয়া কিছু কর্মকর্তা আপনজনদের চাকরী দিয়া থাকেন। যোগ্যতা থাকুক আর না থাকুক, পরিচিত জন তথা মামা-চাচা-খালু থাকিলে বড় বড় প্রতিষ্ঠানে চাকুরি পাওয়া যায়। আর এটা প্রতিষ্ঠানের মালিকেরা কেন এলাউ করেন? কারণ তাহাদের টাকায় চুলকায়!
আমাদের বেকার ভাই-বোনেরা ভাবিয়া থাকেন, স্কীল নামক এক মরিচিকার কথা সকলে বলিলেও আদতে চাকুরী পাইবার ক্ষেত্রে কোন স্কীলের প্রয়োজন নাই। কারণ বড় বড় প্রতিষ্ঠানের মালিকেরা বসিয়া আছেন কখন চেনা পরিচিত লোক পাওয়া যাইবে, আর তাহাদের কাজ দেওয়া যাইবে। তাহারা কেন এভাবে টাকা উড়ান? কারণ তাহাদের টাকায় চুলকায়।
পত্রিকা খুলিলেই যে সকল বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যায়, দেখে খুব মেজাজ খারাপ হয়। তাহাদের কি এতই টাকা, এতই কি টাকার চুলকানী যে তাহারা পত্রিকায় বিজ্ঞাপন দেয়?