বিবাহ বিচ্ছেদ এখন ২৮ বিলিয়ন ডলারের ব্যবসা! আর অন্য দশটা ব্যবসার মতই এই ব্যবসায়েও ইনভেষ্টর বাড়ছে, যারা মূলত কিভাবে বিবাহ বিচ্ছেদ থেকে বেশী টাকা বের করা যায় তার নতুন নতুন পদ্ধতি বের করছে!
কথায় আছে, 'একজনের ক্ষতি মানে অন্যজনের লাভ'। আর বিবাহ বিচ্ছেদ এই রীতিকথার বাইরে পড়েনি। বিবাহ বিচ্ছেদের জন্য যেসকল উকিলগন আছেন, তারা এটা ভালোকরেই জানেন, আর তারা ইতমধ্যেই দম্পতিদের বিচ্ছেদ ঘটিয়ে ভালোই কামিয়েছেন।
(খুব সম্ভবত) ২০০৯ সালের বড় দিনের সময় লন্ডনের একজন পরিবার আইন এটর্নি একটা 'বিচ্ছেদ ভাউচার' তৈরী করেছিলেন, যার দাম ছিলো ১২৫ পাউন্ড (তখনকার হিসাবে প্রায় ১৯৫ ডলার)! যাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন দম্পতির বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনদের জন্য এটা তৈরী করা হয়েছিলো। এর এক-একটা ভাউচার দিয়ে 'বিচ্ছেদ কাউন্সিলিং' এর ৩০ মিনিটের একটা সেশন কেনা যাবে!
-----------------------------------------------
উপরের লেখাটা মূলত Huffpost এর 'Divorce is Big Business and Getting Bigger' লেখার কিছু অংশের অনুবাদ। বাকিটা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।view this link
-----------------------------------------------
একটা সময় প্রচুর নাটক-সিনেমা দেখতাম। দেশী নয়, বিদেশী। খুব স্বাভাবিক ভাবে আমেরিকান মুভি ও টিভি শো গুলিই বেশী দেখা হত। তারই এক পর্যায়ে দেখেছিলাম 'Two and Half Men' একটি সিরিজ।
এখানে এলেন হারপার নামের একজন ক্যারেকটর থাকে; যার বউ তালাক নিয়ে নেয়; আর ফল স্বরূপ এলেনকে হারাতে হয় তারই টাকায় তৈরী বাড়ি! সাথে সাথে মাসে মাসে প্রক্তন বউকে টাকাতো দেওয়াই লাগে, সাথে তার উকিলেরও টাকা দেওয়া লাগে।
পশ্চিমে এই টাকা দেওয়ার সিষ্টেমকে বৈধ্য করা হয়ে এমনটা বলে যে, ঐ মেয়ে যদি বিয়ে করে ঘরে বসে না থেকে ইনকাম করত, কত কিছু যে করে ফেলতো, সেই বাবদ টাকা দেওয়া।
-----------------------------------------------
দুবাইয়ের শাসকের ৬ হাজার কোটি টাকার বিবাহবিচ্ছেদ টাইটেলের নিউজটায় আজকে চোখ আটকালো। কিছুদিন আগে বিলগেটস বিবাহ বিচ্ছেদ হবে এমনটা পড়েছিলাম পত্রিকায়। তাকেও খুব সম্ভবত প্রচুর টাকা পয়সা দিতে হবে।
-------------------------------------------------
পত্রিকায় পড়েছিলাম আমাদের দেশেও তালাকের হার বাড়ছে। তবে আমাদের দেশে তালাক হলে দেন মোহরের টাকা ছাড়া আর কত কি দেওয়া লাগে এ বিষয়ে আমার কোন ধারণা নাই। খুব সম্ভবত ইসলামী নিয়মে বাচ্চার খোরাক দেওয়ার একটা নিয়ম আছে। এ বিষয়ে তেমন কোন লেখাপড়া করা হয়নি।
-------------------------------------------------
আমার মামাতো ভাই যখন লন্ডনে থাকতো, ওর সাথে ফ্লাট শেয়ার করে থাকতো এক কাপল। তাদের বাচ্চাও আছে; কিন্তু বিয়ে করেনি। বিয়ে না করার নাকি এটা একটা কারণ। ওখানে নাকি অনেকেই এভাবেই চিন্তা করে, এমনটাই বলেছিলেন আমার ব্রিটিশ কলিগ। তবে পুরাটাই শোনা কথার উপর ভিত্তি করে বললাম। এ বিষয়ে আমার ফার্ষ্টহ্যান্ড বা চোখে দেখা-জানা অভিজ্ঞতা নাই।
-------------------------------------------------
গতকাল একটা লেখা লিখছিলাম, মাঝ পথে থেমে গেছি। টাইটেলটা "শেষটা কেন গোলমেলে হয়?"। এটা মূলত মানুষের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক শেষ হওয়া বিষয়ক হচ্ছিলো; তবে মনে হচ্ছে বিবাহ বিচ্ছেদ নিয়ে ঘাটাঘাটি করার ফলে ঐ লেখার মধ্যে মানুষের সাথে মানুষের বিচ্ছেদ নিয়েও কিছু লিখতে পারি!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৬