চন্দ্রালোকে দেখা হবে এমন কোন কথা ছিল না!
কথা ছিল না সুখের কোন নিরালা সাজাবে!
কথা ছিল না আমাদের কোনদিন দেখাও হবে!
শুধু কথা ছিল স্বপ্নাতুর চোখে হাওয়ায় ভেসে আসবে তুমি।
সেখানেই দেখা হবে স্বপ্নলোকের দেশে।
তুমি কি জানো সে দেশ কেমন?
তুমি যখন হাঁটবে সেখানে
হাওয়া এসে আছলে পড়বে পা'য়ে।
ধূলাবালি উড়বে তোমার চারিপাশে
দেখবে তুমি চেয়ে চেয়ে
বলবে তখন এমন ধূলাও হয় নাকি মেয়ে!
হাসব আমি বলব তোমায়
স্বপ্নালোকের দেশে সোনার ধূলি ওড়ে,
রূপালি জল যায় বয়ে যায় হৃদয় বিনায় জুড়ে।
মরীচিকার ফুলে ফুলে মৌমাছি যায় উড়ে।
তুমি তখন দেখবে চেয়ে হাসছে ফুল আকুল হয়ে।
গাছে গাছে কানাকানি এই বুঝি নামল টুপ করে বৃষ্টি।
হাসছ তুমি,হাসছে পৃথিবী।
অথচ কখনোই কথা ছিল না দেখা হবে এভাবেই।
ছবি ইন্টারনেট
© রুবাইদা গুলশান
উৎসর্গ: সম্রাট ভাইয়াকে।
ভাইয়া তুমি করে বললাম লেখার স্বার্থে।ভালো হল না।আমি আসলে সময় পাচ্ছি না।দু:খিত।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭