#কাউকে সম্মান দিতে গিয়ে নিজের অবস্থানটুকুর অবমূল্যায়ন করবেন না।
যার যেটা প্রাপ্য তাকে সেটা থেকে বঞ্চিত করবেন না।
#ভালোবাসলে কিংবা বিয়ে করলেই মানুষটা একান্তই আপনার হয়ে ওঠে না।তাকে একটু তার মত করে নি:শ্বাস নিতে দিন।
#কত জোরে ডাকলে শুনবে তুমি?
কেউ যে ডাকছে তোমায় অনন্তকাল।
#এই শোন,জলকে তো জমিয়ে অনেক বরফ বানালে, কোনদিন বরফকে আবার জল বানিয়েছ কি?খবরদার!
অভিমানের বরফকে জল বানাতে এসো না,একদম ডুবে যাবে।
#মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে।
প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
#অভিমান সে'তো নিজের জন্য, কাউকে ক্ষতি করে নয়।
#সে হারিয়ে যাবার পর
পৃথিবী বরফ হয়ে গেছে।
একটা সূর্যের খুব প্রয়োজন।
যদি রোদের বৃষ্টিতে বরফ গলে!
#সেই নগরীতে হাট বসে,সেই হাটে অনেক গোলাপি শাপলা বিক্রি হয়;নিবে তুমি!
#যেটায় ঘটে যাক জীবনে ওই দরজা'টা কখনো বন্ধ করা উচিত নয়!
তুমি কি জানো কোন সে দরজা?
সবচেয়ে বড় দরজা হল স্নেহ ।
#তারাটি চাঁদের ভীষণ কাছে,যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারে কিন্তু কী অসীম দূরত্ব তাদের মাঝে।চাঁদ নাগাল পায় না তারার আর তারা পায় না চাঁদকে।দূর থেকে দেখি ওরা কত কাছে? মাঝে মাঝে নিজের চোখ বড্ড মিথ্যে বলে!
#মানুষ নিজের কাছে নিজেকেই ফাঁকি দেয় সবচেয়ে বেশি।আবার নিজেকেই সান্ত্বনা দেয় সবচেয়ে বেশি।কখনো কখনো সহজ ব্যাখা সহজ নয়।
#সময়টা ভীষণ খসখসে যেন মনে হয় বসন্ত এখানে কোনদিন আসেনি অথচ রোজ একটা কোকিল ডাকে।সবাই বলে ও কিছু না!কেউ নাকি সেই ডাক শোনে নি অথচ সে ডাক আমি রোজ শুনি!
#অহংকারী ব্যক্তি জানেই না সে নিজেই অহংকারী।
দম্ভভরে পৃথিবীতে চলে, সবাইকে তার চেয়ে নিকৃষ্ট মনে করে।অথচ অহংকার করার মত কোন কিছুই মানুষের মধ্যে নেই।তার দেহ,তার রূপ,তার মেধা সবই স্রষ্টার দান। তিনি যদি তা কেঁড়ে নেন মানুষের নিজের বলতে থাকবে টা কী?
#সত্য বললে অন্যায় হয়ে যায়, সত্যের সাথে দুই ফোঁটা মিথ্যা মেশালে সত্য হয়ে ওঠে ভারী সুন্দর। অথচ সে সত্যের কোন দাম তাঁর কাছেও নেই আর আমার কাছেও ।
সত্য চির সুন্দর এবং আপন মহিমায় ভাস্বর।
মানুন আর নাই বা মানুন।
#যে হাত অন্যের গা'য়ে ওঠে তা শুধু নির্যাতনের নয়; হতে পারে তা প্রতিবাদের ভাষা।
দৃষ্টিকে প্রসারিত করুন।
কষ্ট করে মরুর পথ পেরুলেই দেখবেন সবুজ ধানক্ষেত তাকিয়ে তাকিয়ে হাসছে।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩