আপনি সুন্দর পোস্ট দিলেই যে মানুষ এসে সুন্দর সুন্দর মন্তব্য করবে এমনটি নয়।সুন্দরের সাথে ব্যক্তি যখন একাত্মতা ঘোষণা করেন তখন সেখানে গিয়ে মনের কথা কিছু কিছু লিখে ফেলেন।আবার কেউ কেউ উপেক্ষা করে চলে যান।
একটা পোস্ট মানুষের কাছে তখনি ভালোলাগার হয়ে উঠে যখন সেখানে হৃদয়ের কথা থাকে,যখন সেখানে শেখার মত কোন জ্ঞান থাকে,কিংবা এমন কোন লাইন যা তাকে পোস্টটা শেষ পর্যন্ত পড়তে উৎসাহ প্রদান করে।
ফেসবুক,ব্লগ যেখানেই হোক না কেন একটা কথা প্রায় বলে থাকি যে আপনার মন্তব্য প্রকাশ করে আপনি কোন পরিবার থেকে উঠে এসেছেন।একান্তই ব্যক্তিগত ভাবনা।আমরা যখন কথা বলি তখন সেই কথায় গলার ভয়েসের টোনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।'আমি তোমাকে ভালোবাসি' কথাটা যদি ঝাঁঝালো সুরে কাউকে বলেন তাহলে কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাবে না।তেমনি করে আপনি যদি মনে করেন টেক্সটে তো গলার টোনের কোন ব্যাপার নেই তাহলে যেভাবেই লিখি না কেন মানুষ বুঝবে।আমি বলব এটা ভুল।আপনার করা মন্তব্যে এ কিন্তু সুর থাকে হোক ভালোলাগার, হোক অপছন্দের,হোক ভালোবাসার।একটু খেয়াল করলেই আপনি ধরতে পারবেন বিষয়টি।
এখন আপনি যখন অন্যের কোন পোস্ট নিজের ওয়ালে দেখতে পাচ্ছেন বা নিজে গিয়ে দেখছেন তখন আপনার করণীয় কী? হয় মন্তব্য করা, না হয় লাইক দেয়া তা না হলে এড়িয়ে চলে যাওয়া।কিন্তু না এক শ্রেণির অসুস্থ মানুষ আছেন যারা কুরুচিপূর্ণ আইডি খুলেন এবং বাজে মন্তব্য পেশ করে একটা পৈশাচিক হাসি দিয়ে বসেন।আচ্ছা ফেক আইডি খুললেও আপনি মানুষটা তো ফেইক না।আপনার অবশ্যই একটা জন্ম পরিচয় আছে।এইসব উলট পালট মানুষগুলোকে দেখলে খুব ইচ্ছে হয় তাদের জন্মদাত্রীকে দেখতে। কেন মনে হয় জানেন?
মনে হয় মা'টা বড়ই অভাগী-জন্ম দিয়েছিল মানুষ
অথচ সে আজ অমানুষ।
দিনে দিনে যেহেতু সামাজিক হয়ে উঠেছি বলে দাবী করি তাই এমন কোন অসামাজিক মন্তব্য না করি যেন মানুষটি মনে ব্যথা পায়।মনে রাখুন আপনার কর্মের হিসেব নেওয়ার জন্য একজন শ্রেষ্ঠ বিচারক।
অপেক্ষায় আছেন।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৩