সেই রঙ যদি হয়ে যায় লীন, তবে আর কি বাকি থাকে! বোঝা না বোঝার দায়ে জীবন ছুটে চলে। বুঝতে চায় কেউ,কেউ বুঝতে পারে না!বোঝা না বোঝার দ্বান্ধিকতায় কেটে যায় অবসন্ন বিকেলের শেষ আলোটুকু।হাসিতে, খেলাতে, রঙ ঢঙ এ পেরিয়ে জীবনের কোন এক বসন্তে তোমার আনাগোনা।সে আনাগোনায়য় আড়ম্বরতা নেই, নেই কোলাহল আছে নিশ্ছিদ্র এক পিনপতন নিরাবতা।
সেই নিরাবতা ভেঙে বের হয়ে আসার মত দূর্দান্ত সাহস সে পায়নি তাইতো আধাঁরের মাঝে একটু উঁকি দেয়া চাঁদ তার ভালোলাগা,গাছের ঝরে যাওয়া ফুল কুঁড়িয়ে কুঁড়িয়ে জীবনের জীবকার পথ ধরে হাঁটা।
তবুও তারে জীবনের সেইটুকু আনাগোনা নিয়ে পথচলায় ক্লান্তি আসে না-অপেক্ষা আসে শুধু।যে অপেক্ষার শেষ হয় সমাধিতে।
সেই সমাধির তীরে সে আসে রোজ নতুন সাজে।যে জীবন হারায়ে সময়,সেই জীবন আর জীবন নয়,সেই জীবন হল শিশিরের ন্যায়, রাত থেকে ভোর,ভোর থেকে সকাল -সূর্য উঠার সাথে সাথে সব কিছু ম্লান।শিশিরের জীবন হারানো এই সময় মানুষের,এমনি করে তো এক একটি প্রভাত,একটি সমাধি, একটি হারানো সময়ের ইতিহাস।
যে বোঝে না আর যে বুঝেও বোঝে না সে তো কখনো এক হয় না।সব কিছু বুঝতে নেই।কখনো কখনো এই বেশ,নিরবতা হয়ে যাক বোঝা আর না বোঝার নতুন কোন গল্প।
২৫/১২/১৬
©রুবাইদা গুলশান
ছবি:ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭