ছবি: বিডি নিউজের সৌজন্য
আচমকা আপনাদের চেতনা জাগ্রত হইছে। কে বিড়ি খাইছে, কার ওড়না নাই! এই সব দেইখা তাদের ঠ্যাঙ্গাইতে মন চাইছে আপনাদের! নিজের নজর নামায়া রাখেন। সংযত হন। নিজের ভেতরে ময়লা অবর্জনা আগে সরান।
জুলাই আন্দোলনের পর ধর্মের নামে ভীতি চর্চা কারও কারও ভেতর বেশি জাগ্রত হইছে। এই সব চেতনার জন্য ক্ষেত্রে লাগে। আগে নিজে শুধরান। ধর্ম বোঝেন। কোনটা হালাল , কোনটা হারাম--- কোনটা আপনার কাজ, কোনটা ইমাম সাহেবের সেইটাও বোঝেন।
নিজেদের অনেক বড় ঈমানদার দেখাইতে গিয়া রাষ্ট্রের চরিত্র-হরন কইরেন না।
মনে রাইখেন, আপনার একটা ভুল রাষ্ট্রের ইমেজ সঙ্কটে বাড়াবে। কোনটা আপনার দায়িত্ব, সেইটাও বোঝেন। আপনার যা ইচ্ছা, তাই করার স্বাধীনতা ধর্মে নাই।
মহানবী সা: মানুষকে ভালোবাসা দিয়া জয় করছেন। আপনারা যারা বিড়ি, আর ওড়না- তর্ক জুড়েছেন-- তারা এবার থামেন। ধর্ম বোঝার জ্ঞান নিতে নবীর সা: জীবনী পড়েন, কোরআন পড়েন অর্থসহ। ধর্ম লেবাসে না, মনে অন্তরে। উপলব্ধিতে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৩