উপহারের সাথে ভালোবাসার অচ্ছেদ্য সম্পর্ক। প্রিয়জনকে উপহার দিতে কার না ভালো লাগে। ভালোবাসার মানুষকে কতকিছুই না উপহার দেয় প্রিয়জনেরা। ভ্যানগগ নাকি কান কেটে উপহার দিয়েছিল প্রিয়তমকে। আমি বাবা ওসবের মধ্যে নেই। নিজেকে খুব ভালবাসি যে। উপহার হিসেবে বই, ম্যাগাজিন, মুভি কিংবা গানের সিডি পর্যন্তই আমার দৌড়। মাঝেমধ্যে মোবাইলে ফ্লেক্সিলোডও চলতে পারে। আমি নিজে যে উপহার পেতে পছন্দ করি তার মধ্যে বই এবং গানের সিডিই হচ্ছে আমার কাছে সেরা (যদিও এদুটো জিনিস তেমন একটা কেউ উপহার দেয়না আমাকে )।
তত্ত্বকথা বাদ, আজ ভ্যালেন্টাইনস ডে। আমাদের কাছে যেটা ভালোবাসা দিবস নামেই পরিচিত। ব্যাক্তিগতভাবে আমি ভালবাসা দিবসে বিশ্বাসী না হলেও ভালবাসায় কিন্তু প্রচন্ডভাবে বিশ্বাসী। ভালবাসা দিবসে প্রিয় ব্লগারদের জন্য এক ডজন ভালোবাসার গান, ভালোলাগার গ্যারন্টিসহ।
বাংলায় ভালবাসার চার পদ
প্রেমিক-প্রেমিকা কিংবা প্রিয়জন যে হোক এ গানটি উৎসর্গ করতে পারেন। ভালোলাগতেই হবে। স্বয়ং কবিগুরু যেখানে বলেছেন ভালোবাসি ভালোবাসি যেখানে আমি আপনি কোন নচ্ছার ......
ভালোবাসি ভালোবাসি
প্রেমিকাকে তুষ্ঠ করতে আমাদের নজরুল কিন্তু কবিগুরুর চেয়ে কম যান না। শুনেই দেখুন .....
মোর প্রিয়া হবে এসো রাণী
সত্যিকারের প্রেমিকের ভালোবাসা কি পরিমাপ করা যায়? প্রিয়জন যখন জিজ্ঞেস করেন তুমি আমাকে কতটুকু ভালোবাসো, নিঃসন্কোচে এ গানটি শুনিয়ে দিতে পারেন।
আমি এত যে তোমায় ভালোবেসেছি
এ গানটি আমার এককালের অতি প্রিয় একটা গান। এখনো যখন শুনি নস্টালজিক হয়ে যাই। একালের তরুন-তরুণীদের জন্যও আদর্শ ..
এই রুপালী চাঁদে তোমারই হাত দুটি
হিন্দিতে ভালোবাসার চার পদ
হিন্দিতে এত এত ভালোবাসার গান রয়েছে কোনটা বাদ দিয়ে কোনটা দিই। আমার অনেক অনেক ভালোলগার চারটি গান আপনাদের জন্য ..
আওগে যব তুম ও সাজানা
শিলা কি জাওয়ানি কিংবা মুন্নির বদনামের যুগেও যারা যব উই মেট এর ওস্তাদ রশিদ খাঁন-এর এ গানটি শুনেছেন তারা জানেন তারা কি পেয়েছেন। যারা শুনেননি তাদের জন্য অবশ্যশ্রবণীয়। প্রিয়জনকে উৎসর্গ করার জন্য এর চেয়ে ভালো বাণী এবং সুরের গান আর হয় না।
তুম আয়ে
জাভেদ আকতার, হরিহরণ, আলগা ইয়াগনিক এ ত্রিমূর্তি মিলে কি জিনিস সৃষ্টি হতে পারে তা জানতে হলে গানটি অবশ্যই শুনতে হবে। অসাধারণ বাণী ও সুর।
কুচ না কহো
১৯৪২ এ লাভ স্টোরি দেখেছেন? সবগুলো গানই মাস্টারপিস তবে এ গানটি মাস্টারপিসের চেয়েও বেশী কিছু। কুমার শানুর ভক্ত হয়ে গিয়েছিলাম এ গানটি শুনে।
ইন দিনো দিল মেরা
সাম্প্রতিক সময়ের গান, বহুলশ্রুত। প্রীতমের অসাধারণ কম্পোজিশন।
লাইফ ইন এ মেট্রো মুভিটাও মন্দ না।
ইংরেজিতে ভালবাসার চার পদ
এ্যানিস সং
জন ডেনভারের এ গানটি শুনেননি এরকম প্রেমিক যুগল পাওয়া কষ্টকর। গানটির কোথাও এ্যানির উল্লেখ না থাকলেও এটি এ্যানির গান হিসেবেই খ্যাত। যারা সুমন -এলিটার তুমি ভরেছো এ মন গানটি শুনে মুগ্ধ হয়েছেন তারা এ গানটি শুনার সময় একটু শক্ত হয়ে বসবেন।
মোর দ্যান আই ক্যান সে
লিও সেয়ার এর গানটি নিয়ে প্রেমিক যুগলদের কিছু বলা লাগবে। তারচেয়ে বরং একটা ঘটনা বলি। যখন কলেজে পড়তাম বাংলা সিনেমার ভক্ত ছিলাম। নায়ক রুবেলের একটা সিনেমার নাম ছিল " পারলে ঠেকাও" যার ইংরেজি অনুবাদ I love u more than I can say .
ডোন্ট ক্রাই জনি
কিশোর প্রেমের প্রচন্ড আবেগ যেন ঝরে ঝরে পড়েছে গানের প্রতিটি লাইনে। রোমান্টিক-ট্রাজেডিক এ গানটিও বহুলশ্রুত।
ক্যান ইউ ফিল দ্যা লাভ টু নাইট
এলটন জনের চমৎকার এ গানটি সর্বকালের সেরা লাভ সং এর একটি।
ভালোবাসার গানের কোন শেষ নেই। এখানে যে এক ডজন ভালোবাসার গান দিলাম সেটা কেবলই আমার ব্যাক্তিগত পছন্দ। এগুলো যে সব আপনার ভালোলাগবে কিংবা ভালোলাগতেই হবে এমন কোন কথা নেই।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে!