পালায়ন
--------------------------------
কি জানি, কি হয়েছে আমার!
একা একা শুধু ভাবছি বসে
হঠাৎ যদি আকাশে যাই উঠে।
হাতে কাজ নেই, ঘরে চাল নেই
মায়ের মুখে হাসি নেই,
নেই দু'চোখে কোন শব্দ মালা।
এত নেই নেই, এত হাহাকার,
আমি! আমি গায়ে মেখে হাওয়া,
নগ্ন দেহে, লুঙ্গি উচিয়ে,
বাবুর মত হাটি আর হাসি,
যেন আমার কোন দুঃখ নেই।
কি জানি! কি হয়েছে আমার,
একা একা ভাবছি শুধু বসে।
এত মায়ার জাল, এত পিছু টান,
একটা টানে ছিন্ন করে,
বো দৌড়ে লোকালয় ছেড়ে,
আমি হারাতে পারতাম।
চুপ করে নিঃশব্দে পাহাড়ের ফাকে
হিমবাহের মত লেপ্টে থাকতাম,
শক্ত পাহড় মন, বরফ শীতল দেহ,
জগতের কান্না, হাসি,মায়া
উর্ধ্বে উঠে সব কিছুর।
আমি হাসতাম আর হাসতাম
যেন পাগলের কৃতিকলাপ।
কি জানি, কি হয়েছে আমার
বসে বসে শুধু ভাবছি একা।।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৪