ইচ্ছে
.....................
মোঃ নাহিদ ভূইয়া
..........................
খুব ইচ্ছে ছিল,
বেলাভূমির নরম বালিতে
দুজন গল্প করব উজ্জ্বল পূর্নিমার রাতে,
না, আর হয়ে উঠলো না,
সে বছর পূর্নিমার আগেই
অমাবস্যার আগমন হল,
বেস,
সেই অভিমানে চাদের মত
তুমি লুকালে,
আমি আর সেই বেলাভূমি ছারতে পারি নি!
কত বছর কেটেছে,
কত অমাবস্যার গিয়ে কত পূর্নিমা এসেছে
হাজার পদ চিহ্নে তোমার টাও মিশেছে
তবু আমি গৃহ হীন যায়বর
তোমার আশা ছাড়ি নি,
ইচ্ছেটাও ছিল প্রখর।
ভালোবাসাটা হয়তো বেশিই
তুমি বুঝনি,
আমি বুঝাতে পারি নি,
আচ্ছা,
তুমি বলেছিল,
রক্তে শেষ কনিকাও আমাকে দিয়েছ,
নিঃশর্তে।
সবার মত তুমি মিথ্যা হলে
যে মেয়ে প্রতি সকালে রাগ করতে
আমি কেন বেশি ঘুমাই,
এখন সারা দিন ঘুমালেও
সে দেখার নেই,
কিন্তু
আমি ত এটা ভেবে ঘুমাই,
সে এসে আমাকে ডাকবে
তার রাগ ভরা কন্ঠে!
না আর হল না,
অমাবস্যা আমার পিছুই ছাড়ল না!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭