গত ৩ ঘন্টা ধরে বিডিনিউস২৪ সোহেল তাজের আগমন বানি প্রচার করছে হেড লাইন হিসাবে। ভাল কথা। কিন্তু সাথে গ্যাটিস হিসাবে যে সব নিউস দিসে দেখে পিলে ছমকায়ে জায় দান্ধা খাইতে হয়। সব তার পদত্যাগের সময়কালীন নিউস গুলা। সেগুলা এমন ভাবে সেট করছে যেন গতকাইল্কের কাহীনী। যেমন-
- তানজিম আহমেদের পদত্যাগের গুঞ্জন
- পদত্যাগ নয়, তানজিম ছুটি নিয়েছেন: সাহারা
- বৃহস্পতিবার থেকে নিয়মিত অফিস করবেন তানজিম
- পদত্যাগের কথা অস্বীকার করলেন তানজিম
- 'পদত্যাগ করেই যুক্তরাষ্ট্র গেছেন তানজিম'
- 'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে আমি কিছুই জানি না'
- সংসদীয় চারটি স্থায়ী কমিটি পুনর্বিন্যাস, তানজিম পররাষ্ট্রে
প্রথম টা দেখে ত তাস্কি খাইছিলাম। এই লোক কি এখন সুংসদ থেকেও ভাগবে নাকি?
http://www.bdnews24.com/bangla/
১. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৩ ০