একটি ইভেন্টের ফাইনাল রাউন্ডে সুঠাম দেহের শক্তিশালী তিনজন পুরুষ দাড়িয়ে আছেন। জিততে হলে কিছু যুবতীর যৌন চাহিদা পুরন করতে হবে। দেখা গেলো দুজন সরে গেল কিন্ত একজন সাহসের সাথে দাড়িয়ে আছে! সে প্রস্তুত!!
তাঁর গোপন রহস্য উদঘাটনের পর জানা গেল, তাঁর কাছে আছে নির্দৃষ্ট ব্র্যান্ডের জন্ম নিরোধক!!
এরকম বিজ্ঞাপন সুস্থ সমাজের জন্য কতটুকু যৌক্তিক? এটা আপনারাই বিশ্লেষন করে দেখুন। তাও যদি নীতি নৈতিকতার ধরা-বাধা নিয়মকে ডিঙিয়ে অবিরত প্রচার করা হয়??
যৌনতা কে পুজি করে চলছে ভারতীয় চ্যানেল গুলো। প্রতিনিয়ত অবারিত যৌন সংস্বর্গের প্রচার প্রসার করে যাচ্ছে তাঁরা। যেখানে ভারতের কিছু অঙরাজ্যে এসব নিষিদ্ধ করা হয়েছে, সেখানে বাংলাদেশে চলছে বীরদর্পে! ছোট ছোট ছেলে মেয়েরা এর থেকে কি শিখবে??
কারা এসবের যোগান দাতা? আমরা এটা জানি এবং ফেসবুকে ব্লগে সমালোচনার ঝড়ও তুলি। ভাল কথা।
কিন্ত আমাদের পাশের রুমে যে, আমাদের আপনজন ভারতীয় চ্যানেল খুলে সানন্দে এসব উপভোগ করছে! এটা আমরা নির্বিঘ্নে এড়িয়ে যাচ্ছি! কার্যকর পদক্ষেপ গ্রহন করার যথেষ্ট অধিকার ও কর্তৃত্ত থাকার পরও আমরা চুপ করে থাকি। বাহঃ চমত্কার!!
তাহলে কাকে দোষ দিবো?? আপনি ই বলুন??