টেকনাফ থেকে তেঁতুলিয়া
তোমায় আমি পাব ভেবে পাড়ি দিয়েছি
সাত সমুদ্র।
শুধু বুঝতে পারি নি তোমার মনটা-
কি চাই তোমার-
ভালোবেসেছো অন্যকে, কখনো বোঝনি আমায়
যত করেছো অবহেলা, টেনে নিয়েছি বুকে তোমায়
তোমার সব বিরক্তি একদিন করবো জয়
এই ভেবে আজও একা একা দিন যায়.
চোখের কোণায় অশ্রু লুকাই, কষ্টগুলো বুকে।
কেমন করে রাত্রি কাটাই বল আর এভাবে..!!??