মোবাইলে হঠাৎ করে ব্লগ আবার চালু হবার খবর দেখতে পেয়ে আর তর সইলনা, ল্যাপটপটা খুলে বহুদিন পর ব্লগে আবার লিখতে বসে গেলাম। দীর্ঘ এই আট মাস ধরে ব্লগ বন্ধের অন্যায় সিদ্ধান্তের ব্যাপারে আমরা ব্লগাররা যারা এই ব্লগটাকে মন থেকে ভালবাসি, তারা সবাই যে খুবই মনোকষ্টে ছিলাম, তা বলার অপেক্ষা রাখেনা। দেরীতে হলেও ব্লগ আবার খুলে দেয়ায় সরকারকে অভিনন্দন। সাথে সাথে জানা আপুসহ সামহোয়্যার টিমের সবাইকে এবং সব ব্লগারদেরও শুভেচ্ছা।
দেখতে দেখতে এই ব্লগে এক যুগ পার করে ফেললাম, ব্লগ চালু থাকলে হয়ত ঠিক ১২ বছর পূর্তির দিনে হয়ত পোষ্ট দিতাম, সেটা সম্ভব ছিলনা বলে আজ ব্লগ চালুর এই দিনে নিজের এক যুগ পূর্তির পোষ্ট দিলাম। সবাইকে শুভেচ্ছা। পুরনো ব্লগার বিশেষ করে ব্লগ যখন শুরু করেছিলাম সেই বার বছর আগে, তখনকার দিনের ব্লগারদের মন্তব্য পেলে ভাল লাগবে এখানে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮