
আমি বিচার চাই ।

আমার এ পরিস্থিতির লেইগা সামু দায়ী । একটা ক্লিক মারলেই পোষ্ট মুইছা যাইব এইডা কেমুন কথা?

আমি নাইলে অবুঝ । সামু ও কি অবুঝ । অবুঝ রা তো কত জায়গায় ই চাপ মারতে মারে,যারা বুঝে তাগোর তো উচিত যে চাপ মারার জায়গা গুলা সাবধানে রাখা

। আমি নাইলে
মুছে ফেলুন এ চাপ মারছি তাই বইলা কি সামু সত্যি সত্যি মুইছা ফালাইব ?। এতক্ষণ কষ্ট কইরা গল্পটা লিখছিলাম (মোটেও কপি-পেষ্ট ছিল না

,একটা ছবি দেইখা উৎসাহিত হইয়া লেখছিলাম ) । তাই বইলা কি মুইছা যাইব ? আম্মাআআআ ।


একদম হাছা কথা কইতাছি গল্পটাতে ৯০ টা লাইন আছিল ।গল্পের শিরোনাম আছিল-
নরপিশাচের শেষ আলিঙ্গন । পাবলিশ কইরা বিপিএল দেখতে গেছিলাম,আয়া দেখি ৬ টা নতুন মন্তব্য

। পাকনামি কইরা ঐটা ক্লোজ কইরা আমি বাকিটুকু পড়ুন এ ক্লিক মারতে গিয়া মুছে ফেলুন এ ক্লিক মাইরা দিছি ।

এইডা কিছু হইল ? আমি তো বড় ব্লগার না,ছুডু একজন মানুষ ।

আমার লগে এমুন করনের কি দরকার আছিল?

আজকে শালার দিনডাই খারাপ । সকাল বেলা ঘুমের থেইকা উইঠ্যা গেলাম বাজারে । গিয়া দশ কেজি বাজার আর একটা লাউ হাতে কইরা বাসায় ঢুকমু এমুন সময় উপরের তলার মিস.পেপসোডেন্ট বেগম আমারে দেইখ্যা হের ৩২ টা দাঁত বাইর কইরা দিল । আমিও মুখটারে তিনকোণা বানায়া ঘরে ঢুকলাম । ঢুইক্কা দেহি ১৭ ডা মিসকল

। ইয়া আল্লাহ! অনেক কষ্টে ঐ মিসকল প্রদানকারীকে(কেডা বুইঝা লন ) বুঝাইলাম যে আমি ভালো ছেলে তাই বাজারে গেছিলাম । এরপর সবার পোষ্টে কমেন্ট কইরা দেখলাম
জুলভার্ন ভাইয়ের ৩০০ তম পোষ্ট । তো হেরে উইশ করনের লেইগা একটা গল্প লিখলাম আর ঐডা উৎসর্গ করলাম । পোষ্ট টা মুইছা গেল । কোন ব্যাক-আপ নাই (আমি কি জানি আমার নাদান হাত ঐ পোষ্ট মুইছা দিব?)


অইছে অইছে বহুত কানছি আর কান্দুম না । পরে আবার দুনিয়ার সবচেয়ে বেশি যারে ভয় পাই হে আয়া কইব --
WHY SO SERIOUS? (চিনতে পারছেন কেডা? মাঝে মাঝে স্বপ্নেও দেহি আমারে মারতাছে)
আমার এই কান্নাকাটির পোষ্ট আমি সকল সেফ হওয়ার লাইগা কান্দাকাটি করা মানুষগো উৎসর্গ করতাছি । হে মডু ! তুমি আমার ঐ পোষ্টের কোরবানির বিনিময়ে ঐ মাসুম নিকগুলারে সেফ কইরা দাও যারা এহনো ক্যাচাল করে নাই,যারা এহনো জাকারিয়া স্যারের পোষ্টে মন্তব্য করে নাই,যারা আমার মতই ভালা মানুষ । যাগোর কোন ভুল-ত্রুটি নাই,যারা ছাগু,ভাদা,চুশীল,রাজাকার খেতাব পায় নাই (পাইবো ক্যাম্নে ? মন্তব্য ই করতে পারে না

। ) যাই হোক কয়জনের লেখা আমার ভাল্লাগে হের লেইগা তাগোর সবাইরে উৎসর্গ করলাম ।
নোবিতা রিফু ভালা লেখে,তার পোষ্ট তুমি পরথম পাতায় আইনা দাও মডু উ উ উ উ (ঢং কইরা কইলাম )
যদি আমার দাবি দাওয়া মানো তাইলে আমি আর কান্দুম না,তয় না মানলে কিন্তুম কাইন্দা ব্লগ ভাসায়া হালামু কইয়া দিলাম । হুহ ।