--নামতাছি রে ভাই,খাড়া ।
--হ,তোর বাসার গলির সামনেই আছি,তুই তাড়াতাড়ি আয় ।
আদনান এসে বলল-স্যরি রে,চল যাই বিআরটিসি'র গাড়িতে করেই চলে যাই ।
শালা আজকে যদি আমি জাবিতে পরীক্ষা দিতে না পারি রে !
আরে চিন্তা করিস না, দিতে পারবি ।
দুজনে একসাথে বসে পরীক্ষা দিলাম । পরীক্ষা ভালো ও হল । আদনান জাবির 'ক'বিভাগে ২২১ তম হইল । এর ৩ দিন পরে IT এর পরীক্ষা হল,সেখানে ৫২ তম হইল । স্কুল লাইফের প্রায় ৯ টা বছর একসাথে ছিলাম। কলেজ লাইফে আড্ডা বাজিতে মশগুল ছিলাম । আমার বন্ধু প্রতিম ভাইটি আজ অন্ধকার ঘরে একা শুয়ে আছে । আমি কিছুই করতে পারলাম না। ব্যাপারটা এমন ও না যে অনেক রক্ত লাগবে সেই রক্ত দিয়ে ওকে বাঁচানো যাবে । ব্যাপারটা হয়ে গিয়েছিল এমন যে যতক্ষণে আমরা বুঝতে পেরেছি ততক্ষণে সব শেষ ।
এইতো গত ১২ তারিখে সে সুস্থ । তার কোন অসুবিধা ছিল না,ল্যাপ্টপ কিনতে ল্যাপ্টপ ফেয়ারে ছিল । চয়ন কে ও তখন বলেছিল -দোস্ত মাইগ্রেনের ব্যাথা কেমন হয় রে ? আমার মাথাটা অনেক ব্যাথা করতেছে । মেসির ভয়ানক সাপোর্টার ছিল । সবসময় পঁচাইতাম। এল ক্লাসিকো আসলে তো মারামারি করতাম । বাকযুদ্ধ ।
২৪ তারিখে আমি শেষ তাকে দেখি।সে বলল-দোস্ত তুই যা,আমি কসার্ট শেষ করেই বাসায় চলে যাব। আমি তখ তো জানতাম না যে এইটাই আমাদের শেষ কথা। তার মোবাইলটাও এখন আমার কাছে । এই মোবাইল দিয়েই সে কথা বলেছিল ।
আমার বাকরুদ্ধতার জন্য দায়ী আদনান ।'' তোরে কেমনে মাফ করুম? কিছু না বইলাই চইলা গেলি? তোরে পায়ে ধইরা কাদলাম তারপরেও তুই উঠলি না? আমারে কে এখন পড়তে কইব? কে আড্ডা মারব? তুই কাজটা ভালো করস নাই আদনান । আদনানের সকল সহপাঠী,আত্নীয়-স্বজন সবাই মর্মাহত । গতকাল সন্ধ্যায় তাকে গ্রীন লাইফ হসপিটালে ভর্তি করানো হয় ।
আদনান আজ ১৬ তারিখ দুপুর ১২ টায় মারা গেছে ব্রেন স্ট্রোক এবং একই সাথে হ্যামারেজের কারণে । তার মৃত্যুকে স্বাভাবিকভাবে নেয়া সম্ভব না । সে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাস করেছে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছিল । তার মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করছি । আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করছি । আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন । আদনানের আম্মার একটা মেজর অপারেশন হওয়ার কথা আছে এই মাসেই । তিনিও অনেক ভেঙ্গে পড়েছেন । তার সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করছি । .
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
আদৌ কি দেখা হবে রে????...
জানি না, সত্যিই জানি না...
জানার সাধ্য আমার নেই...
তুই ভালো থাক।
প্রত্যয় আদনান
আর কোনো প্রাণ যাতে স্ট্রোকের কারণে ঝরে না যায় সেজন্য সবার জ্ঞাতার্থে এই পোস্ট টি পড়বেন--
কি করে বুঝবেন স্ট্রোক হয়েছে ??......পড়ুন এবং জেনে রাখুন.... জীবন বাচাতে পারেন।