গায়ের জোর থাকলেই তা দেখাতে নেই। কারণ প্রকৃতির প্রতিশোধ বরই মধুর। খালেদা জিয়াকে উৎখাত করেছিল প্রশাসন, আর ৩২ উৎখাত করল জনগন।
এই মাথামোটা মহিলার জন্য এত বছরের ঐতিহ্যবাহী দলটা গেল, আপাতত; ভবিষ্যত ভবিষ্যতই, টুবি অর নট টু বি'র মত। মাথামোটা কামালের জন্য ১৫ ই আগষ্ট এতগুলো জীবন গেল, নয়ত আর্মি শুধু শেখকে মারত, নয়ত বন্দি করে নিয়ে যেত ; এরকমই তাদের প্লান ছিল! এদিকে তার মাথামোটা বোনের কি দরকার ছিল ভাষন দেয়ার! তার দূর্গন্ধময় মুখ থেকে এ পর্যণ্ত যা বেড়িয়েছে, তা তার দল ও দলের নেতাকর্মীকেই বিব্রতকর অবস্থায়ই শুধু ফেলেছে, কাজেই শাট আপ হাসিনা।
আমরা আসলে পরিবারতন্ত্রমুক্ত রাজনৈতিক দল চাই, যেখানে নেতৃস্থানীয়রা নেতাকর্মীদের কাছে জবাবদিহিতা ও চাপে থাকবে, দায়িত্ব দিলে তবেই দায়িত্ব নিবে! এদিকে আবার দেখলাম তারেক রহমান তার মেয়ে জাইমাকে ট্রাম্পের ব্রেকফাস্ট পার্টিতে বিএনপির প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে!! বাট হু ইজ জাইমা টু এটেন্ড দিজ পার্টি? অমুকের নাতনি, এটা কখনোই কারো যোগ্যতা হতে পারে না...