বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (bdosn.org) এর পক্ষ থেকে ওপেন অফিসের(openoffice.org) বাংলা সহায়িকা প্রকাশ করা হয়েছে । ওপেন অফিস ৩.১ এর উপর ভিত্তি করে লেখা এই বাংলা ব্যবহারকারী সহায়িকা ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন
সহয়িকায় মোট ৬টি অধ্যায় রয়েছে। প্রথমে ওপেন অফিসের সবগুলি প্রোগ্রাম সম্পর্কে সাধারণ ধারণা দেয়া হয়েছে। এবং পরবর্তী চারটি অধ্যয়ে ওয়ার্ড প্রসেসর, প্রেজেন্টেশন, স্প্রেডশীট ও ওপেন অফিস ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষের দুই অধ্যায়ে ওপেন অফিস রাইটার এবং মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পার্থক্য এবং কিছু সাধারণ সর্টকাট কী এর কথা বলা হয়েছে।
এটি প্রথম সংস্করণ হিসাবে প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী কিছু দিন এর মধ্যেই ওপেন অফিসের অন্যান্য অ্যপলিকেশনের ব্যবহারকরী সহায়িকা যুক্ত করে প্রকাশ হবে ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৬
১. ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৬ ০