শিক্ষার প্রতিটি স্তরে চলছে সীমাহীন অনিয়ম আর বিশঙ্খলা। শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকরা মানসমমত শিক্ষাদানের পরিবর্তে যখন দেখি শিক্ষক-অধ্যাপকরা নোংরা ধ্বংসাত্মক রাজনীতি রাজনীতি খেলায় মাতেন। তাদের রাজনীতির গঁ্যাড়াকলে পড়ে সাধারণ শিক্ষাথর্ীরা বছরের পর বছর শিক্ষাজটে পড়ে হচ্ছে নির্যাতিত। একই সাথে ঘটছে তাদের নৈতিক অবক্ষয়।
এদিকে শিক্ষা উপকরণের ক্রমাগত চড়ামূল্য গুনতে গিয়ে অভিভাবকদের উঠছে নাভিশ্বাস। কিন্ডারগার্টেন স্কুল কতর্ৃপক্ষের সীমাহীন স্বেচ্ছাচারী নিয়মনীতি দিন দিন অতিষ্ঠ করে তুলছে বাবা-মাাদের।
শিক্ষায়তনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে, শিক্ষার উপকরণের ঊধর্্বগতি রোধ করতে আপনারা কি পারেন না একটি যথার্থ উপকারী প্রতিশ্রুতি শোনাতে? সেই প্রত্যাশায় রইলাম (আফনেগো প্রতিশ্রুতি তো বিশ্বাস করা মুশকিল

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০