সাতসমুদ্র তের নদীর ওপারে মাতৃভূমি বাংলাদেশ থেকে টেলিফোনে বিয়োগাত্মক বার্তা পৌঁছে গেছে। আর তা শুনে রক্ত হিম হয়ে আছে। আবার ছটফট করছে ব্লগার বন্ধুদের কাছে ওর রূহের নাজাত কামনার জন্য।
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম চাচ্চুর একমাত্র মেয়ে বুশরা গতকাল রবিবার পরীক্ষায় তার নকল ধরা পড়ার লজ্জায় গুলশানের মানারত স্কুল এন্ড কলেজের ছয় তলা ভবনের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে (ইন্নালিল্লাহে........ রাজেউন)।
মাত্র তের বছর বয়সী বুশরা ছিল (হায়রে বুড়ি! এখন তুই অতীত হয়ে গেলি!!!) অষ্টম শ্রেনীর ছাত্রী। আমাদের অত্যন্ত আদরের বুশরাকে হারিয়ে বিশ্ববিদ্যালয় পড়ূয়া তার একমাত্র ভাই ফারদুল ও বাবা ওয়াসিম এখন শোকের সাগরে ভাসছে।
তিন বছর আগে মা হারানো বুশরা গুলশান 2 এর 35 নম্বর রোডের 111 নম্বরের বাড়ি থেকে আর আমাকে বলবে না "আপু তুমি কবে আসছো? এখন কি কানাডাতে খুব ঠান্ডা, নাকি গরম?..................... লিখতে পারছিনা।
সবাই ওর আত্মা ও ওর পরিবারের জন্য দোয়া করবেন ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৬ সকাল ৯:১১