মৃত আমি, তবুও আছি, কারো করুণায়, ক্রীড়কের বৈঠকখানায়
হিম রাতে পরমেশ্বর ভগবানের ভাগাড়ে
না দেখা কাব্য কুয়াশায় আচ্ছন্ন;
বিগলিত মোমবাতির আনাচে কানাচে
দেবতার শাপে ক্ষয়ে যাওয়া আকাশে
নিঃসঙ্গ আলোর খুঁজে পাওয়া স্তূপে।
ঝরে যাওয়া বাগিচায় জমে যাওয়া হাত
প্রিয় এই বিদৃতি বুকে রেখেছিলাম সুন্দর কবিতাগুলো
বেঁচে দেখা তবুও অপব্যাখ্যায়, শুকায়ে।
স্বপ্নের যা তুমি ভেঙে করো নীল মতন, দুঃখ-বেদনায়
আলোকে যেমন কোনোদিন জানালে হতে সজ্জিত
পরিচিত মুখ যেমন চলে জ্বলন্ত আলোতে
নন্দিত তুমি নক্ষত্র হলে।
অপেক্ষায় থাকা যতো মানুষের ছিল
এক পুরানো বিকেলে কিছু
ভালবাসার মতো ক্ষেত,
তৃষ্ণার শুকিয়ে মলিন; তবুও জানলাম
ঘরের অবসন্ন বাতাসে
বদলে আরো ভালবাসে নি, নিয়তি ।
দৈত্যের সে লাঙ্গল
তীক্ষ্ম শিশিরের ছুঁচ-সুতো;
তবুও কোনও গাছের অন্তরে
জাগে শীতের মুকুল;
হয়তো আজকাল ভালবাসায়ও ইউরিয়া সার লাগে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭