যেখানে সেই ছায়ারা দুঃখ হয়ে
অমল আগুনের শুকনো আভায় গড়ে-
মোমবাতির মৃত শাখা, হয়েছিল অন্ধকার।
তারপরেও আকাশে জানতাম
বুকের তারা গলা অন্যান্য নদীরা
আকাশের কোনো দেবীর বিনুনিটার দিকে
তাকিয়ে পার্শ্বস্বপ্নে হেঁটেছে
ট্রাকের মতোন ।
তিক্ততা এড়িয়ে আগুনের উপর
হৃদয় রেখেছিল আকাশ;
নিস্তেজ অথচ গভীর আকাঙ্খার অকাল রোপণ
সজ্জিত কাঁটাবন এবং
অন্ধকার ফলনের গল্প–
গলিতে অবসন্ন তারার নিভে যাবার প্রমাণ নিবিড়;
কিন্তু উন্মুক্ত এমন অসংগতি
একাকী আর চোখ চেনা নোংরা পথের কাদা,
বহুবার এখানে রাখা পাথরের সুড়সুড় আওয়াজ,
রোদে গলা আমাদের স্বৈরাচারী লতা,
ঘাসের মাথার ছোট্ট প্রতিধ্বনি, এবং পাগলামির
অস্তিত্বহীন খুব বিখ্যাত ভুল বিষ্ফোরণের
নির্লিপ্ত কলকাকলীতে হেঁটেচলা শুয়োপোকার
মতো অকাল প্রতিযোগিতায় অবনত
বন্দী শিলার নীরবতা
এখানে দ্বিগুণ তাহলে আজ।
বুকের কাছের জ্বলজ্বলে জোনাকী
হারালো বুঝি কাদার দিগন্তে
কোথায় হারালো আলো, আমার কাছে নেই।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪