ঝলমলে নির্জনতার মসৃণ গন্ধ
চিরকাল তরতাজা রেখেছে, থাক
মাটি বা পাথরে যত কিছু নাম রঙ কেটেছে
অথবা একান্ত বিন্যাস
যেখানে সময় কাব্যের আবরণ ।
উপরে এখনো পাহাড়ের আসনে
লক্ষ্য বেয়ে বৃষ্টি
গিয়েছিল ছুয়ে চকচকে ইন্দ্রিয়কে কয়েক বার;
রত্নগুলির আবেগ যুদ্ধে সে রাতে বন্ধন হলো
সময়– এই চিৎকার জীবনের ।
এখনও জমাটবদ্ধ , আগুনের মুক্তো
তুমি এবং তোমার ঘরটায়।
আর হিমাত অপেক্ষমান আমি আর রাত্রি।
ভুল আমার ছন্দ, কবিতা না।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬