দেবতার মতো করে সমুদ্র দেখিনি; অথবা আমি মৃত,
দেখিনি শতাব্দী পরিচিত কে হেঁটেছে।
যা ছিল সবুজ, ভীত
কখনই প্রথম এসেছে
মাটির মত ঝড়ে, আকাশে গেছে
শাখাগুলি। গানের স্থির শিকড়।
তারে পাই ঝরা সকালের শেষে অমলিন।
সাতটি নক্ষত্র তখন কেবল তার বিছানা কি আরো দেখে, আমার
অবাস্তব ঘাসে সামনে জলতে থাকা
সে ডানার আদর।
দিগন্তে তবুও লোকে চেনে চকচকে বা
আমার ছেঁড়া সময়ে
তোমার দেয়ালের নিরবচ্ছিন্ন শিশিগুলিতে, তবুও বছরের মতো,
জানালার আলোতে আসে শিলার চিৎকার।
জীবন আমাকে স্থির করে ফেলেছিল
বরং বিশ্ব আজ বণিক হল।
হৈমন্তী রাতে
পায়ের নীচে
নিজেই করি কিছু অবনত, কিছু পূর্ণ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪