আকাশের নক্ষত্রের খাঁচার নীচে,
এখানে তোমাকে খুঁজিয়া যায়
বড় টিপ পরা এক অপেক্ষমান লজ্জাবতীর শাখা।
ক্ষেত থেকে বলেছিলো--
কি কথা শুকায়ে এক পৃথিবী হয়।
পাহাড়ের চুলে
খুব হলদে নিঃশব্দ কিছু ঠান্ডা
মধ্যযুগীয় সিড়ি ঘরটায়
যে আজ প্রয়াত পদবিন্যাস রেখেছিল
দিয়ে গেল তোমার পিছনে মালা।
ঝরা মানুষের
তরল জ্বলন্ত সময়ে
ভরাট মাঠের উপর আকাশটুকু ঝুঁকে
রাতে
অদম্য আগুন যেখানে খেলা করেছিলো
ভুল স্বরে আলোড়নে
বজ্রাঘাতে
দীর্ঘায়িত বছরে।
তোমার সময় যুক্ত অনুমান কিংবা আদর
আপনি দেয় শীতের বাতাসের সমৃদ্ধ স্বাদ ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯