চতুর চেতনায় পিষে শৈশবের যজ্ঞশালা তছনছ জানলাম।
প্রথাবদ্ধ ভগবানের নান্দনিক লেখনী
রক্তে মত্ত অমার্জিত অভিনন্দন
ভণ্ডামির সমুদ্রে আসীন
প্রতিশ্রুতিবান এক প্রখ্যাত উঠেই দেখেছেন কৌলিন্য।
ক্লেদ ও বিস্ময়ের হতে সঙ্গী
তিক্ততার উপর তার ঈর্ষা চিনতে
হাঁটছি। ও দৈত্যর কাছেই বন্দী
বসন্ত আমার।
কি সুখ, কি দুঃখ, কি বেদনার বহ্নিজ্বালা।
কারাগারের যাবে পথ, বেরিয়েছি অসম্ভব প্রতিযোগিতার প্রথম প্রান্তরে।
অস্তিত্ববাদী মৌসুমী পুরহীতের পৌত্তলিকার কামড়ে।
সামনে অস্তিত্বকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ বা অগ্নি পাঁক।
ভিক্ষুকের ছকে
প্রচলিত বীভৎস কোনো কবিতায়
এক জন্ম ভুল রাস্তায় ঘুরে ভুল বৈঠকখানায়।
ও দৈত্যর কাছেই বন্দী
বসন্ত আমার।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯