জীবনের এই বিষাদের সাঁকো
আলোর প্রচ্ছদ চুষে
চিদানন্দ হাসিতে ঘরখানা লম্বা করে শায়িতা।
ইত্যকার নৈঃসঙ্গ্যের যে পশু
রবিবার ঘুটঘুটি নক্ষত্রগুলো হয়ে হয়তো
অবুঝ হাঁটে, দেয় কথা এই ধূসর শহরের উপকণ্ঠে;
অনুশয় থেকে আনন্দের অমনোযোগ নিজেকে দিয়েছে
আহাম্মক কোটের বোতাম সাজিয়ে কবে।
সৌখিন চা স্মরণিকা
আমাদের শহরে দেখে যায়
গলুইয়ের রাতের আগুন।
নক্ষত্রমণ্ডল ঠিক নিশ্চিত
মানুষের বোধ নিয়ে নেচে চলে গেছে
চরাচরে বেড়ানো কিছু মৌমাছি।
আর আমাদের গল্প
ট্রাকের হর্নের তীব্রগন্ধ ঘুরে
সাঁকো ভেঙ্গে দেয়।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২