আমরা জীবনে কোন না কোন ভাবে সন্ত্রাসের শিকার হই। লোকাল সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস,রাস্ট্রীয় সন্ত্রাস কিংবা সামুতে ব্লগীয় সন্ত্রাস!! আমরা নিরিহ ম্যাংগো পিপল জানি এটা কত কস্টের আর ক্ষোভের।
আমারত মনে হয় খোজ নিলে দেখা যাবে এই সন্ত্রাসীদের প্রাইমারি ট্রেইনিং শুরু হয় প্রাইমারি স্কুল কিং বা প্লে-গ্রুপে।
আমার লাইফে আমি প্রথম টেরোরিজম এর শিকার হই স্কুলে।১৯৮৫ সাল, মা আমাকে সাড়ে তিন বছর বয়সে প্লে-গ্রুপে ভর্তি করে দিয়েছিলেন। স্কুলের লাইফটা হেব্বে ছিলো। সারাদিন খালি খেলা আর খেলা। আমার লাইফের প্রথম গার্লফেন্ড সোনিয়ারে পেয়ে গেলাম ঐখানে। সোনিয়ার নাকে দিয়ে পানি পড়ত। সে মাঝে মাঝে আমার সার্টে মুছত। যাই হোক, সেই দিন, হ আমার স্পস্ট মনে আছে আমি আমার লাল রংয়ের ম্যাচবক্সের ছোট খেলনা গাড়িটা নিয়ে স্কুলে গেছিলাম।নতুন গাড়ি,কাওরে টাচ করেতে দিলাম না,ইভেন সোনিয়ারেও না।গাড়ি নিয়া খেলতেছিলাম,এমন সময় ওয়াদুদ এসে বলল দেখিত তর গাড়িটা দে,একটু খেলেই দিয়া দিব।আমি না করলাম। সাথে সাথে আমারে এমন থাবড়া দিলো ,আমি কেন্দে দিলাম। আমি ত কান্তে কান্তে শেষ। যাই হোক কান্দাকাটি শেষ হবার পর দেখি আমার গাড়ি নাই। টিচার রাও অনেক খোজলো,ওয়াদুদরে ডর দেখাইলো তারপর আমি আমার লাল গাড়িটা পাইলাম না। আমার জিবনের প্রথম মাইর খাওয়া আমি এখনো ভুলি নাই,এতদিন পরেও ফেইসবুকে ওয়াদুদরে খোজে পাই নাই। এইভাবে আমি আমার জীবনে প্রথম সন্ত্রাসের শিকার হইছিলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫