অনেকদিন ব্লগে নিয়মিত হতে পারিনি ;ব্যস্ততা আমাকে ঘিরে ধরেছে।তবু টিপাইমুখ ইস্যুতে চুপ থাকতে পারলাম। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। জানি অনেক বড় বড় ব্লগার এখানে আছেন, তারা আমার চেয়ে ভালো ভালো ব্লগও লিখবেন।
সবার আগে এই সংবাদটির চুম্বক অংশ টুকু পড়ুনঃ(পুরোটা বিডী নিউজে পাবেন)
হেলিকপ্টারে থেকে টিপাইমুখ দেখলেন সাংবাদিকরা
সংসদীয় কমিটির মতো বাংলাদেশের সাংবাদিকরাও টিপাইমুখে নামতে পারেননি, হেলিকপ্টার থেকেই তাদের ওই এলাকা দেখানো হয়েছে।
বাংলাদেশের ১০ সাংবাদিককে বুধবার দুপুরে আসামের শিলচর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বরাক নদীর টিপাইমুখ এলাকায় নেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন ছয় জন ভারতীয় কর্মকর্তা, বাংলাদেশের কোনো কর্মকর্তা এতে ছিলেন না।
আবহাওয়া ভালো থাকলেও সাংবাদিকদের জানানো হয়, ‘টেকনিক্যাল’ কারণে টিপাইমুখে হেলিকপ্টার নামানো সম্ভবপর হচ্ছে না।
ভূপৃষ্ঠ থেকে ১২০০ ফুট ওপর দিয়ে টিপাইমুখের কাছে লুংচুলিয়ান গ্রামের ওপর দিয়েও উড়ে যায় হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ শাহরিয়ার জামান।
যেখান থেকে হেলিকপ্টারটি উড়েছিল সেই শিলচর বিমানবন্দর থেকে সড়কপথে টিপাইমুখের দূরত্ব ১৩০ কিলোমিটার, আর নদীপথে ৮০ কিলোমিটারের মতো।
বরাক নদীর টিপাইমুখে ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প দেখতে দুই বছর আগে তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের (প্রয়াত) নেতৃত্বে একটি প্রতিনিধি দল টিপাইমুখ রওনা হয়েছিল।
ওই সময় বিরূপ আবহাওয়ার কারণে তাদেরও প্রকল্প এলাকায় নামানো যায়নি বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়।
(ব্লগারঃআমার তখুনি সন্দেহ হয়েছিল, এইবার পোক্ত হল)
বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবর। বাংলাদেশের অন্যতম প্রধান নদী মেঘনার পানির মূল উৎস বরাক নদীর ওপর বাঁধ হলে তার বিরূপ প্রভাব দেশে পড়বে বলে বিশেষজ্ঞদের শঙ্কা।
==================
উল্লেখ্য যে, আমরা ইতোমধ্যেই অনেক জ্ঞানীর কাছে শুনেছি যে, ভারত আমাদের কোন ক্ষতি করতে পারে না।
কিন্তু দেশ ও জাতির কথা ভাবতে হবে সবার আগে। কারণ সাংবাদিকদের এই সফরকে পরে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে শয়তানগুলো।
সরকারের (কোন সরকার তা বলিনি কিন্তু

কিন্তু আমাদের কি হবে,আমাদের ভবিষ্যত প্রজন্মের কি হবে,দেশের কি হবে??
ভাবুন কি করা যায়??
বাঙ্গালদেশে অস্তিত্ব আজ হুমকির মুখে!!
আজি পরীক্ষা জাতির ,জাতিরে কে করিবে ত্রাণ !!
কান্ডারি হুশিয়ার।