১ এম ইলিয়াস আলি
২ আমানুল্লাহ আমান
৩ মির্জা আব্বাস
৪ সাদেক হোসেন খোকা
৫ গয়েশ্বর চন্দ্র রায় !!
৬ আব্দুল্লাহ আল নোমান
৭ আসম আব্দুর রব!!
৮ মুফতি আমিনি
৯ মাওলানা ফজলুর করিম (একেও ভালো করে চিনি না )
১০ শফিউল আলম প্রধান (জাগপা নেতা)
১১ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
১২ হাবীবুন নবী সোহেল(ঢাকার নেতা ভালোকরে চিনি না )
১৩ আসম হান্নান শাহ
১৪ কর্নেল অলী
১৫ আন্দালিব রহমান পার্থ (দরবেশ বাবাকে নিয়ে সংসদে কথা বলেছিলেন যিনি)
১৬ শহিদ উদ্দিন চৌধুরী এনি
১৭নিলুফার চৌধুরী মনি
১৮ মোয়াজ্জেম হোসেন আলাল
জানা যায় তালিকায় ৮৩ জনের মত লোক আছেন।
এরা সবাই রাজনীতির সাথে জড়িতও নয়। কেউ কেউ পত্রিকার সাংবাদিক ও সুশীল সমাজের অংশ।
সুত্রঃ শ্রীলংকান গার্ডিয়ান পত্রিকা ও অন্যান্য কিছু লিংক।
মজার ব্যাপার হল এই পত্রিকার ওয়েবসাইটে চাইলেও আমি ঢুকতে পারছি না। তবে গুগল ক্যাশে থেকে এখনো দেখা যাচ্ছে।
কিছু লোকের নাম দেখে আমি চমকে উঠেছি বলেই বোল্ড করেছি। তবে এই লোকগুলো ভারত বিরোধী কথা প্রচুর বলে তাতে কোন সন্দেহ নেই। বাকিদের নাম ইন্টারনেটে খুজতেসি। আপনারা কেঊ পেলে খবর দেবেন প্লিজ।
একটা লিংক