এই পোস্টের কোন সূচনা বা ভূমিকা নেই , ভালোবাসা কি জিনিস আমরা সবাই কমবেশী জানি । হয়তো এর প্রকারভেদও অনেকেই জানেন , যারা জানেন না তারা এখান থেকে জেনে নিতে পারেন , আর যারা জানেন তারা চাইলে এড়িয়েও যেতে পারেন আবার পড়তেও পারেন ।
Storge Love: ( আত্মিক ভালবাসা) পরিবারের সদস্যদের মধ্যে যেধরনের ভালোবাসা দেখা যায় । যেমনঃ সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, ভাই বোনদের মধ্যে ভালোবাসা
Philos Love: (জাগতিক ভালবাসা)সাধারনত বন্ধুদের মাঝে যে ধরনের আবেগ বা ভালোলাগা থাকে তাকে Philos Love বলে।
Platonic Love: ( নিষ্কাম ভালবাসা)এই ধরনের ভালোবাসার মূল শর্ত দুইটি ১। এটা অবশ্যই বিপরীত লিঙ্গের মাঝে হতে হবে ২। এখানে কোন যৌনাকাঙ্ক্ষা থাকবে না ।
Eros Love: ( কামময় ভালবাসা) এটাকে অনেকে erotic love ও বলে থাকে । এই ধরনের ভালোবাসায় শুধু যৌন চাহিদাই মুখ্য । বলা যেতে পারে শুধুই জৈবিক চাহিদার জন্য এধরনের ভালোবাসার সৃষ্টি।
Agape Love: (নিঃশর্ত ভালবাসা)সোজা বাংলায় একে অপরকে পাবার তীব্র আকর্ষণ বা নর নারীর প্রেম । এইখানে কোনরূপ শর্ত কখনো মুখ্য হয়না , নর এবং নারীদের চিরকাল এক সাথে থাকার বাসনাটাই মুখ্য এখানে । (আমার ধারনা কিছুদিনের মধ্যে এই ধরনের ভালোবাসাকে জাদুঘরে পাঠানো হবে )
(পোস্ট শেষ)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮