গ্রীক পুরান অনুযায়ী নিওবি ছিলো থেবস’র রাজা এমফিওনের স্ত্রী । এমফিওন এবং নিওবির সর্বমোট ১৪ সন্তান ছিলো ,৭ জন ছেলে এবং ৭ জন মেয়ে ।
এমফিওনের রাজত্বকালীন সময় থেবসে দেবী লেটোর বসবাস ছিলো । লেটো, যে কিনা আলোর দেবতা অ্যাপোলো এবং প্রকৃতির দেবী আরটেমিসের জননী ছিলেন ।
একদন রাজা এমফিওন দেবী লেটোর সন্মানে এক সংবর্ধনার আয়োজন করলেন । সংবর্ধনা অনুষ্ঠানে নিওবি , দেবী লেটোকে দেখে ঈর্ষান্বিত হলো এবং সবার সামনে বলে উঠলো “তোমরা কেনো লেটোকে সংবর্ধনা দিচ্ছো ? লেটোর কি আছে ? যেখানে লেটোর মাত্র দু সন্তান সেখানে আমার ১৪ সন্তান , আমি লেটোর থেকে অনেক বেশী সুন্দরী , আমারা স্বামী থেবসের রাজা । এই রাজ্যে কোন নারী যদি সংবর্ধনা পায় , তবে কেবলমাত্র আমিই সেটার দাবীদার”
যখন লেটোর সন্তানরা (দেবতা অ্যাপোলো এবং দেবী আরটেমিস) এই অপমানের কথা জানতে পারলো , তারা ক্ষোভে ফেটে পড়লো এবং তাদের মায়ের অপমানের বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ হলো ।
অ্যাপোলো এবং আরটেমিস দুজনেই মর্তে নেমে এলেন । অ্যাপোলো নিওবির ৭ ছেলেকে একে একে তার বিষাক্ত তীর দিয়ে হত্যা করতে শুরু করলেন , খবর পেয়ে নিওবি ছুটে এলেন ,ক্ষমা চাইলেন অ্যাপোলোর কাছে , অ্যাপোলোর মন তাতে নরম হলোনা , নিওবির চোখের সামনে হত্যা করলো নিওবির শেষ পুত্রকে , এদিকে আরটেমিস হত্যা করলো নিওবির সাত কন্যাকে ।
প্রচন্ড শোকে নিওবির স্বামী এমফিওন আত্মহত্যা করে , এবং নিওবি হয়ে যার পরিবারহীন । প্রচন্ড শোকে বাকহারা হয়ে নিওবি সিপিলাস পর্বতমালায় চলে যায় এবং দেবরাজ জিউসের কাছে সজন হারানোর ব্যাথা থেকে মুক্তি চান , জিউস নিওবিকে মুক্তি দেয়ার জন্য নিওবিকে পাথর করে দেয় । কিন্তু সেই পাথরও কাদতে শুরু করে এবং আজও কেদে যাচ্চে
সিপিলাস পর্বতের ক্রন্দনরত পাথর
********************************************************************
গ্রীক মিথ নিয়ে আমার আরও কিছু পোস্টঃ
গ্রীক ট্রাজেডীঃ হারকিউলিসের মৃত্যু
গ্রীক ট্রাজেডীঃ হারকিউলিসের প্রেম কাহিনী
গ্রীক ট্রাজেডীঃ ইকারুসের ডানা
গ্রীক ট্রাজেডীঃ ইলেক্ট্রার প্রতিশোধ
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯