পরের জন্মে বয়স যখন ষোলই সঠিক
প্রথম তোমার প্রেমে পড়বো
থাকবে মনে
আরেক জন্ম আসবে যখন
বাসবো ভালো
যখন প্রথম আবেগ আসে
গলার কাছে, ডুব সাতারে
বুকের মাঝে ছাদ থাকবে
শীতল পাটিও বিছিয়ে দিবো
তুমি থাকবে অনেক দূরে
তোমার ভিতর কিশোর কিশোর প্রেম থাকবে
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আবার তোমার প্রেমে পড়বো
মনে থাকবে।
বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দিও
সন্ধে হলে বসবো একা...
একটা দুটো খসবে তারা
হঠাৎ আমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
তুমি থাকবে অনেক দূরে.....
যখন সুযোগ অনেক থাকে
এক বা দুদিন দেখা হবে
তোমার গাঢ় চোখের পানে
তখন আমি চুপটি ক'রে দু'চোখ ভ'রে থাকবো চেয়ে...
মনে থাকবে।
এই জন্মের দূরত্বটা হাজার জনম একই থাকবে
এই জন্মের চুলের গন্ধ
পরের জন্মে একই থাকবে
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে একই থাকবে
মনে থাকবে।
তুমি থাকবে পরিপাট্য
সঙ্গী বন্ধু পরিবৃত্ত
হাজার জনম কাটার পরও
মিলবো না কেউ এক জনমে
আমি কাঁদলে গভীর সুখে
সুযোগ পেলেও পারবেনা জল শুষে নিতে
আর যা কিছু হও বা না হও
পরের জন্মে দস্যু হইও
সময় মেপে ভালবেসো
শিউলিতলার দুর্বো হইও
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হইও
এসব কিছু হও বা না হও
অন্য কারো পুরুষ হইও
মনে থাকবে।
আমার অনেক কথা ছিল
অনেক অনেক কষ্ট ছিলো
বুকে অনেক শব্দ ছিল_
অনেক জাগা রাত্রি ছিলো
এ জন্ম তো কেটেই যাবে ভুল মানুষের সঙ্গ পেয়ে
মনের পাথর, পাথর শরীর
দেয়াল তুলে দাড়িয়ে থাকে
যন্ত্রনা তে দাড়িয়ে থাকে
হয়না কোথাও অংশগ্রহন
হাজার গন্ডা কড়াঘাতে
পরের জন্ম যদি থাকে
জীবন নিয়ে জাবর কেটো
পরের জন্ম যদি থাকে
বলবো না আর ভালবাসি
পরের জন্ম যদি থাকে
তোমায় যদি আবার দেখি
অনেক অনেক দূরে থাকবো
ভুল করেও ভুল ভাবনায়
বলবো না আর ভালবাসি
বলবো না আর ভালবাসি।।।।।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২