সন্ধ্যার পর আকাশের আর এই লালচে হলুদ গোধূলি
অনেক দিন হলো মন ভরে দেখি না।
অনেক দিন হলো কাঁচা রোঁদে
মুখ ভিজিয়ে বড় একটা নিঃশ্বাস নিই না।
অনেকটা সময় পেড়িয়ে গেছে
সেই আগুনে হাত শুকিয়ে চোখ মোছা হয় না।
কি করি?
সময় তো থামছে না!
বয়সও তো কমছে না!
শুধু শুধুই ডাঙ্গা থেকে জলে প্রতিচ্ছবি দেখা!
-লেখেছিলাম মনে হয় পদ্মার পাড়ে বসে। ৩১শে অক্টোবর ২০১৩
-সেই সময়ের বেশ কিছু লেখা খুঁজে পেলাম। প্রকাশ করব মাঝে সাঁঝে।
ছবি
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭