আমাদের দৈনন্দিন জীবন সেই অকপট ছবির মত।
মিথ্যা আমার এই ছবির মত,
অত্যন্ত সম্পাদিত যা হঠাৎ কম্পিউটারের মাধ্যমে চমৎকারভাবে বেরিয়ে এসেছে।
আমরা সত্যের সাথে বাস করি,
মিথ্যা দ্বারা মুখোশ পড়ে থাকি যা শুধুমাত্র আমরা জানি।
আমরা সত্যকে স্বীকার করি কিন্তু,
আমরা আমাদের মিথ্যার নিয়ম মেনেই বেঁচে থাকি।
এখানে, "আমরা" হল "আমি* এবং আমি একজন বেনামী মিথ্যাবাদী,
কারণ আমার অভিধানে "সত্য" বলে কোনো শব্দ নেই।
- নিজের জীবনের আমূল পরিবর্তন পরবর্তী উপলব্ধি থেকে লেখা
ছবি
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৭