তোমারওকি মাঝ রাতে ভেঙে যায় ঘুম...?
ভেসে ওঠে কি ওই চোখের পাতায় আমার মুখটি,
চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কি নীরব অশ্রুজল..?
পুরনো স্মৃতির নীরব কষাঘাতে-
তোমারওকি ক্ষতবিক্ষত হতে থাকে অন্তর..?
মনের বোবা কথাগুলো বলে চলো বালিশের কানে,
বিষাদে ভরে ওঠে কি বিছানা....?
বেরিয়ে আসো কি বারান্দায় কোন চাঁদনি রাতে...?
আমি বারান্দায় বসে-
রাতের নীরবতা ভাঙা ঘেউ ঘেউ করে চলা
কুকুরটির কথা ভাবি;
কি যেন কি দেখে আপন মনে চিৎকার করতে থাকে!
একটু দূরেই বসে থাকা আরেকটি কুকুরের-
কান্নার সুর আমাকে খুবই বেদনাহত করে তুলে...!
নীরব রাতে সাথী হারা কুকুরটি আপন মনে কাঁদতে থাকে!
বড়ই কষ্টের সেই কান্নার সুর,
সমবেদনায় আমাকেও ভাসিয়ে যায় শ্রাবণ বর্ষায়।
হারানোর কষ্ট আমার চেয়ে বেশি আর কে বুঝিবে দুনিয়ায়!
আহ! আমি বুঝেছি সে-যে কি নির্মম যন্ত্রণা...!
বিষণ্ণতা ভরা জীবনের সাথে যে আমারও খুব জানাশোনা।
আচ্ছা, শ্রাবণের বারি ঝরা কোন সন্ধ্যায়-
বাতায়ন খুলে দাঁড়িয়ে থেকেছো কি কখনও...?
দেখেছো কি ভেজা গাছের ডালে-
ঝিমঝাম বসে আছে কোন এক বৃষ্টিস্নাত পাখি...?
পাখিটির নিঃস্বতায় বুঝেছ কি-
হয়তো মিলিয়ে দেখছে জীবনের হিসেব,
নয়তো সে-হৃদয় নির্বাক কোন হারানোর ব্যথায়...?
তাহলে মনে করো আমাকে পাখিটির মতো একবার!
ভেবে নিও হৃদয়ের শ্রাবণ ঝড়ে দিশেহারা এই মন,
নীড় নেই, স্থায়িত্ব নেই, জোর নেই মনে কোনো,
চোখ দুটো-য় যেন শুধু বেদনার ঢেউ- উত্তাল সমুদ্র...!
তুমিহীনা সেই চঞ্চল মনটা-ও আজ-
জীবন্ত এক পাথর- নিথর-স্তব্ধ কাতর নীরব যন্ত্রণায়।
বিকেলের গোধূলী রাঙা আকাশে-
স্বর্ণালী সূর্যটা কার না মনে সুখ এনে দেয়-বলো!
আমাকেও'তো করে দেয় বিমোহিত!
মুগ্ধ চোখে দেখতে থাকি নদীর জলে সূর্যের প্রতিচ্ছবি,
তৃপ্ততায় ভরে উঠে আমারও মন-অন্তর,
অনুভব করি তখন হৃদয়-নাচন, হারানো মুগ্ধতা-গুলো।
সেই তৃপ্ততা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনা আমাতে,
তোমাকে মনে হতেই এতবছর পরও যায় মিলিয়ে;
জানো, অনেক কষ্টের হয়ে উঠে সেই মুহুর্ত...!
তুমি তা কি'করে বুঝবে! হয়তো জানবে-ও না কখনো...!
বেদনায় ক্ষতবিক্ষত নিঃশেষ হৃদয়-
মুখ থেকে কেবল একটা শব্দ'ই বেরোয়- কেন...?
প্রতিউত্তরে- 'মন বলে ভালবাসি'-
তোমাকে'ই-যে সবচেয়ে বেশি ভালোবাসি এখনও!!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬