ডাগরডোগর ওই চোখে যেনো মায়া ঝরে,
স্বর্গ পরী অঙ্গে যেনো রূপের আগুন জ্বলে।
খোলাচুলে মেঘের ছায়া যেন বাতাসে উঁড়ে,
তাই দেখে পাগল আমি সোনা বন্ধুর প্রেমে।
পাশের বাড়ি রোজ দেখি বন্ধু আমার আসে,
আউলা চুলে বাউলা বেশে থাকি পন্থ চেয়ে।
হাটার তালে অঙ্গ দোলে বাতাস লাগে মনে,
প্রেম সুখে শীতল যেনো হৃদয় পোড়া তাপে।
হবেই দেখা রোজ ভাবি মন জানালা খুলে,
হৃদয় মাঝে বিরাজ করে দেখিনা দুচোখে।
মনের আশা ভালোবাসা কেমনে বলি তারে,
কতো কিছুই দেখে বন্ধু 'বুঝলো না আমারে!
দেখে ঐ মুখ ভরবে এ'বুক প্রেমে-র সুখে,
স্বপ্ন ভাঙা নিশিত ব্যথা সবই যাবো ভুলে।
প্রভাত বিকাল উদাস দুপুর এ প্রত্যশাতে,
হয়'না দেখা আসে'না সে হৃদয় শুধু পুড়ে।
কষ্টে ভরা প্রহর গুলো একলা বসে ঘরে,
ভাবছি বন্ধু একটি-বার খুঁজল না আমারে!
পরাণ আমার বানে ভাসে বন্ধুরে না দেখে,
কেমন করে বলো সখি থাকে আমায় ভুলে!
(ছবিটি প্রিয় শায়মা আপুর নিজস্ব আর্ট করা, অনুমিত হয়ে প্রকাশ)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪