সকাল দুপুর সন্ধ্যা রাতে শূন্যে ভাবনায়,
বাজে মন বীণ হৃদয়ে রঙিন মধু জোছনা।
রাগে অনুরাগে কত স্মৃতি জাগে-দুঃখ ধায়,
পথের পথিক নিঃস্ব যেনো পাখি নীড় হারা।
বিজলি আলো তব বাসি ভালো, দূর তারায়
দেখি ওই মুখ মনে জাগে সুখ- দিশেহারা।
আসবে বলে দিয়েছিলে কথা কেন'যে হায়,
বিরহ বিষে প্রাণ বুঝি যাবে তা'কি বোঝনা।
ভালোবাসা ছাড়া যেনো কিছু নাই এ'ধরায়,
সুখ-স্বর্গে ভাসি কি'বা থাকুক যতো শূন্যতা।
থেকো ছন্দে মন মাঝে, নাই দ্বন্দ্বে কভু হায়।
ও-মুখের হাসি বড় ভালোবাসি, পাই পূর্ণতা।
মুগ্ধ চোখে মন বাসনাতে সুখে-র আশা-য়,
ভালোবেসে হায় প্রাণ বুঝি যায় বুকে ব্যথা।
নয়ন ভরে নিশিত গল্পে তোমার ছোঁয়ায়,
বল, সুখে থাকা আর হলো কই-তুমি ছাড়া!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬