চন্দ্রসূর্য আর গ্রহ-তারা দিয়ে।
রশ্মি হয়ে থাকবে মন আকাশে,
হারানো-ভয় নাই কভু আঁধারে।
দিবস কাজের ফাঁকে যদি পাই,
ক্লান্ত প্রহর-ব্যস্ততা ভুলে যাই।
জাগি পূর্ণিমা রাত, স্বপ্ন সাজাই;
ভোরের স্নিগ্ধ হাওয়া তুমি তাই।
দূর আকাশের নীল দেবো তোকে,
রঙিন সাত রঙে দেবো সাজিয়ে।
সাদা মেঘের শুভ্রতা গায়ে মেখে,
হারিয়ে যাবো দুজন অজানাতে।
অমানিশা রাত, তুমি কাছে নাই;
বুকে শূন্যতা, আঁধারে ডুবে যাই।
ধ্রুবতারা হয়ে তুমি আছো তাই,
স্বপ্নের ভুবনে মিশে যেতে চাই।
স্বর্গ-নরকে মত্ত তোমায় নিয়ে,
পাপপুণ্য সবই তোমাকে ঘিরে।
ইহকাল পরকাল ভালোবেসে,
মরতে চাইগো প্রিয় তব কুলে।
তৃষ্ণাতুর চোখে আকাশে তাকাই,
মন বাসনাতে যে স্বপ্ন সাজাই।
খুঁজি হৃদয় মাঝে, বাঁশি বাজাই,
আসো না তুমি, তবু মন পুড়াই।
পুড়লে হয় কি প্রেম খাঁটি ভবে,
জ্বালো আগুন আরও পুড়ো তবে।
দগ্ধ মনে যাবো তোমা নাম জপে,
সেজে মুনিঋষি সাধু বনে জনে।
তোমার ভাবনাতে সাজি গোসাই,
ভক্তি ধ্যানে কভু সেজেছি নিমাই।
আমি সাজবো ঘুড়ি তুমি নাটাই,
জানো তো, যেই কৃষ্ণ সেই কানাই।
তুমি আছো আমার হৃদয় জুড়ে;
রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম খর তাপে।
হয়ে মেঘ ছায়া থাকবে আকাশে,
তুমি বাস্তবতা, রয়েছো অস্তিত্বে।
অনুভবে তাই ভালোবেসে যাই,
থাকবো তোমাতে পাই'বা না'পাই।
তুমি ছাড়া আর কেহ মনে নাই,
আশায় বেঁধে বুক তোমাকে চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ২:৪৯