কারো স্বপ্ন, কারো আশা, কখনওবা প্রতিক্ষা।
কারো জীবনে হয়ে ওঠে একেবারেই দুরাশা।।
আমি জানিনা, হয়'তো বা বুঝি না।
কখনো আর খুঁজি না, এ-যে এক দুঃসহ যন্ত্রণা।।
কেউ জানেনা, কখনওই বোঝে না।
হৃদয় ব্যথা- আমাকে কখনো কেউ খোঁজে না।।
তবু চেয়ে রই, নিশিদিন জেগে রই।
কল্পনায় সাজাই স্বপ্ন, যদি পেয়ে যাই প্রিয়তমা।।
রাখিব খুব যতনে, এই হৃদয় গহীনে।
বড় আদরে- মনের রাণী করে, কখনো ছাড়িবনা।।
ভালোবাসায় বাঁধিব ঘর, আমি হবো বর।
হৃদয়ের রাজ্যে রাণী বানাবো, আমি হবো রাজা।।
মনের আকাশে তারে, রাখিব চন্দ্র করে।
ঘুচে যাবে আঁধার, ভুবনজয়ী- ছড়াবে জোছনা।।
আমি হবো মহাসুখী, ভুলিব পৃথিবী।
প্রিয়া রবে মনের সীমানা জুড়িয়া, পাবো পূর্ণতা।।
মিটে না, আমার এ'স্বাদ কভু মিটে না।
হয়'না পূর্ণ স্বপ্ন আশা, আসেনা প্রিয় ভালোবাসা।।
ভালোবাসা! তুমি আমার হলে না।
যা পেয়েছিলাম- সেটুকু তো ছিল কেবল ছলনা।।
গরীব ভাবিছে, দিয়েছে শুধু বেদনা।
আভিজাত্যের মোহে আমাকে সে কভু বুঝল'না!!
ভালোবাসা চাই, শুধু ভালোবাসা।
যে ভালোবাসা কখনো অর্থের কাছে হারবে না।
জীবন ভরিয়ে দিবে মুগ্ধতায় কখনো কাঁদাবে না।।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১