ভালো আছো কী...?
বহুদিন হয় তোমাকে দেখিনা...!
কতদিন হলো পার- কতো মাস গেল!
বছরের পর বহু বছর, যুগ পেরিয়ে
আরএক যুগ প্রায়-তোমাকে শেষ দেখার।
খুব দেখতে ইচ্ছে করে প্রিয়তম,
জানতে মন চায়-তোমার খবর।
হয়েছো কতটা সুখী...?
মনে কি হয়'নি কখনো...?
একবারও কি ওই হৃদয় চায়'নি-
আমাকে দেখিবার...!
ভুলে গেছো কি...?
খুব যতনে গভীর ভালোবাসায়,
ফুলের পরশে আমার-
ঘুম ভাঙিয়ে দেওয়া সেই সকাল...!
কিংবা, গোধূলির আগমন দেখে,
খোলা আকাশের নিচে ঘাস বিছানায়
তোমার কোলে মাথা রেখে,
একান্ত কাটিয়েছিলাম পুরোটা বিকাল।
সবই কি ভুলে গেছো আজ...?
কতদিন কত মধুর স্বপ্ন-কথা দিয়েছো
এই হাতে রেখে হাত, পাশাপাশি বসা,
বলেছো, দুজনে একটি ঘর বাঁধবো-
শুধই ভালোবাসা থাকবে সেথা।
সুখ দুঃখ বা কঠিন বাস্তবতার-
কোনো আঘাতেই হবো না'তো আলাদা।
একসাথেই দুজন করবো বসবাস।
তোমার দেয়া ভালোবাসা-
স্বপ্ন আশাতে ছিল দৃঢ়তর বিশ্বাস।
কোন স্বার্থ তো দূরের কথা
মৃত্যুও আমাদের করবেনা একা!
আমি তো সেই বিশ্বাসেই ছিলাম,
মন-দিগন্তের সীমানা জুড়ে ছিল-
তোমারই বসবাস-আনাগোনা।
বিরহানল ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে,
বিজলি দ্বীপ শিখা-আলোর ঝলকে
তোমাকেই খুঁজে এই মন প্রিয়া।
কখনো বুঝেছো কি...?
আমাকে কতটা পুড়াবে তোমার শূন্যতা..?
ভাসাবে বেদনার মহাসাগরে সর্বদা...!!
প্রথম প্রেম, প্রথম ভালোবাসা
কভু যায় না ভুলা, এ এক নীরব যাতনা!
কখনওই ভেবেছো কি...?
চেয়েছো কি জানতে- আমার খবর...?
বলেছো কি কোন ভুলে....
কেমন আছো তুমি...? ভালো আছো কি...?
দীর্ঘশ্বাস হয়েও কি বেরিয়েছে কখনো...?
মনের ভুবন জোড়ে শূন্যতার বসবাস...!
দিগ থেকে দিগন্তের পথ ধরে
ছোটে চলেছি একা...। বড়ই একা...!
স্তব্ধ আমার চারিধার, নিকষ আঁধার।
চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার।
নিঃস্বতার নীরব আঘাতে
যন্ত্রণায় কাতর এই হৃদয়ের ভেতর-বার।
অসহ্য! দুঃসহ এই বিরহ যাতনা,
দিগন্তের সীমানা জুড়ে কষ্টের সমাহার।
তবুও থেমে নেই আমি...
চলেছি ছোটে প্রাণবন্ত, দুরন্ত-দুর্বার।
আমাকে যে ছুটতেই হবে-
দিতে হবে পাড়ি মহাসাগর-অথৈ আঁধার।
আমি জানি, আমি পারবো।
পারবোই, কখনওই চাই না হারিবার।
দৃঢ় থেকে দৃঢ়তর মনের এই জোর-বিশ্বাস,
আলো হয়ে থাকবে যতদিন দেহে আছে প্রাণ।
এই মন-ভালোবাসা রয়েছে আজও তোমার,
আজও এই মন আকাশে তুমিই পূর্ণিমা-চাঁদ।।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯